Sunday, November 16, 2025

চেন্নাইয়ান এফসির কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

Date:

সোমবার ঘরের মাঠে আইএসএলের ( ISL) প্রথম ম‍্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রথম ম‍্যাচেই চেন্নাইয়ান এফসির কাছে ১-২ গোলে হারে জুয়ান ফেরান্দোর দল। আর এই হারের জেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সমর্থকরা। যদিও হেড কোচ জুয়ান ফেরান্দো এই হারের জন্য দায়ী করলেন যুবভারতীর বিদ্যুৎ বিভ্রাটকেই। পাশাপাশি পেনাল্টি থেকে গোলটাও খেলোয়াড়দের মানসিকতায় অনেকটা ধাক্কা লাগে বলে জানান বাগান কোচ।

দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিট পরে আলো নিভে যায় যুবভারতীতে, যার ফলে ১২ মিনিটের মত বন্ধ থাকে খেলা। আর এই কারণেই নাকি মনঃসংযোগ নষ্ট হয়েছে ফুটবলারদের, সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বলছেন ফেরান্দো। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরান্দো বলেন, “দ্বিতীয়ার্ধে আলো নিভে যাওয়ার ফলে যে মনসংযোগ নষ্ট হল, তাতেই ক্ষতিটা হল। পেনাল্টি থেকে গোল হওয়ার পরে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। ও রকম একটা ধাক্কা খাওয়ার পরে মানসিকতা খুবই নেতিবাচক হয়ে যায়। ওখান থেকে ইতিবাচক মানসিকতা ফিরিয়ে আনা বেশ কঠিন। এখন পরের ম্যাচ নিয়ে ভাবা শুরু করছি। কাল নতুন দিন। নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হবে।”

এক গোলে এগিয়ে থেকেও ২-১ ম্যাচটিতে হার।কথায় সমস্যা হল? এই নিয়ে বাগান কোচ বলেন,” পেনাল্টির পর থেকে দলের মানসিকতায় ধাক্কা লাগে। যেখানে আমরা ২-০-র কাছাকাছি চলে গিয়েছিলাম, সেখান থেকে ১-১ হয়ে যাওয়ায় মানসিক ভাবে ছেলেরা ধাক্কা খায়। আত্মবিশ্বাস তলানিতে চলে যায়। তবে এই মানসিকতা বদলানো দরকার ছিল। এই শিক্ষা আশা করি আগামি দিনে কাজে লাগবে। সমর্থকদের পক্ষে এই পরিস্থিতি মোটেই ভাল না। মানসিকতায় বদল আনতে হবে আমাদের ছেলেদের।”

আইএসএলের প্রথম ম‍্যাচেও একই রোগ ধরা পরল বাগানের। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় সবুজ-মেরুন ব্রিগেড। কারণটা ঠিক কি? এই নিয়ে ফেরান্দো বলেন, “সুযোগ তৈরি করতে পারাটা ভাল ব্যাপার। অল্প সংখ্যক সুযোগ পেয়ে তা হাতছাড়া হলে অত চিন্তার কিছু থাকে না। কিন্তু ৬-৭টা সুযোগ পেলে তা থেকে অন্তত তিনটে গোল তো হওয়াই উচিত। তবে এটাই বাস্তব। দল সুযোগ পাচ্ছে। আমরা জায়গা তৈরি করতে পারছি এবং সেগুলোকে কাজে লাগাতে পারছি। প্রতিপক্ষ একটিমাত্র ক্রস থেকে গোল করতে গিয়ে পেনাল্টি পায় এবং তা থেকে গোলও পায়। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। কারণ, আমাদের এগিয়ে যেতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sportts: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version