Thursday, November 6, 2025

সুন্দরবনে জঙ্গল থেকে বেরিয়ে বিট অফিসে হামলা বাঘের

Date:

অতর্কিত বাঘের (Tiger) হামলা সুন্দরবন জঙ্গল সংলগ্ন বিট অফিসে। যদিও কাউকে আক্রমণ করতে পারেনি দক্ষিণ রায়। ফেন্সিংয়ের বাইরে থেকেই তর্জন-গর্জন করে আবার মিলিয়ে গিয়েছে জঙ্গলে। কিন্তু হঠাৎ চোখের সামনে বাঘকে দেখে আতঙ্কিত বিট অফিসের কর্মীরা।

বুধবারের সকালে সুন্দরবনের পিরখালি জঙ্গলের বাঘনা বিট অফিসের বনকর্মীরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎই ফেন্সিংয়ের বাইরে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। সুন্দরবনের মহারাজ তখন দুয়ারে পৌঁছে গিয়েছে। সর্বশক্তি দিয়ে লোহার ফেন্সিংয়ের বাইরে থেকে থাবা মারছে বারবার। বিট অফিসে ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে বনকর্মীরা সকলে মিলে চিৎকার জুড়ে দেন। হাতের কাছে থাকা বাঁশ, লাঠি নিয়ে পাল্টা তাড়া করতে থাকেন। কিন্তু নিজের বিচরণভূমিতে বাঘের আস্ফালন থামার কোনও লক্ষণ নেই। মিনিট কুড়ি ধরে চলে এই বাঘ আর বনকর্মীদের হুঙ্কার আর পাল্টা চিৎকার। তারপর বিট অফিসের খাল পেরিয়ে জঙ্গলে মিলিয়ে যায় বাঘটি। কিন্তু ঘটনার আকস্মিকতায় সকলে আতঙ্কিত সকলে। সুন্দরবনের কোনও বিট অফিসে বাঘের আগমন কার্যত এই প্রথম।

এক বনকর্মী জানান, পিরখালির জঙ্গল থেকে একটি পূর্ণ বয়স্ক বাঘ আচমকাই বেরিয়ে আসে। সেটি জঙ্গলের নাইলনের বেড়া টপকে সরাসরি ঢোকার চেষ্টা করে বন দফতরের বাঘনা বিট অফিসে। বিষয়টি নজরে আসে বনকর্মীদের। তাঁরাই বাঁশ, লাঠি বাঘের দিকে ছুঁড়ে বেশ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরৎ পাঠাতে সক্ষম হন। গোটা বিট অফিস লোহার তারের বেড়া দিয়ে ঘেরা থাকায় বাঘটি বিট অফিসের একেবারে ভেতরে ঢুকতে পারেনি। নাহলে বিপদ ঘটতে পারত বলেই আশঙ্কা বনকর্মীদের।

আরও পড়ুন- বছর খানেক জম্মু ও কাশ্মীরে থাকলেই মিলবে ভোটাধিকার! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে এককাট্টা বিরোধীরা

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version