Sunday, December 28, 2025

বছর খানেক জম্মু ও কাশ্মীরে থাকলেই মিলবে ভোটাধিকার! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে এককাট্টা বিরোধীরা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) না জন্মালেও এবার মিলবে ভোটাধিকার। চলতি বছরের অগাস্ট মাসেই ঐতিহাসিক ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। এবার জম্মুর ডেপটি কমিশনার (Deputy Commissioner of Jammu and Kashmir) এক বিবৃতিতে জানিয়ে দিলেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এমন মানুষদেরই সেখানকার ভোটার (Voter) বলে গণ্য করা হবে। ইতিমধ্যে সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের (District Officers) সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নির্বাচন কমিশন আরও জানিয়েছে, কোনও যোগ্য ভোটার (Eligible Voters) যাতে তালিকার বাইরে না থাকেন, সেকারণেই এমন পদক্ষেপ। নির্দেশিকায় আরও বলা হয়েছে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে।

তবে এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর (Jammu and Kashmir National Conference) তরফে টুইট করে জানানো হয় সরকার জম্মু ও কাশ্মীরে ২৫ লক্ষ অ-স্থানীয় ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বিজেপি (BJP) নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ ওরা জানে এই নির্বাচনে ওদের বিশ্রীভাবে হারতে হবে। তবে জম্মু ও কাশ্মীরের মানুষ ব্যালট বক্সে (Ballot Box) এই ষড়যন্ত্রের (Conspiracy) যোগ্য জবাব দেবে।

আরও পড়ুন- মোমিনপুরকাণ্ডে হাই কোর্টের নির্দেশে SIT গঠন, স্যোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে কড়া ব্যবস্থা: বিনীত


 

spot_img

Related articles

আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে...

সোমে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান, জোরকদমে ভিতপুজোর প্রস্তুতি 

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা...

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...