Tuesday, November 4, 2025

পেশার শিক্ষক হয়েও কীভাবে ৯ বছরে ৩০ গুণ সম্পত্তি বৃদ্ধি অনুব্রত কন্যার? তদন্ত CBI

Date:

গরু পাচার মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। তাঁর গ্রেফতারি পর সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে তার কন্যা সুকন্যার(Sukanya Mondal) নাম। তথ্য বলছে প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়েও মাত্র নয় বছরে অনুব্রতর মেয়ের সম্পত্তি বেড়েছে প্রায় ৩০ গুণ। যে সকল সংস্থার মালিক সুকন্যা মাত্র কয়েক বছরে সেগুলির কোনোটির আয় বেড়েছে ৮০ গুণ তো কোনটির ১৫০ গুণ। সুকন্যা মণ্ডলের এহে সম্পত্তি বৃদ্ধিতে ভ্রু কুঞ্চিত হয়েছে সিবিআইয়ের(CBI)। কিভাবে একজন প্রাথমিক স্কুল শিক্ষিকার এমন বিপুল আয় তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ১০১৮-১৯ সালে এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটির আয় ছিল ১ লক্ষ ২৫ হাজার ৮৪৬ টাকা। এর পরের আর্থিক বর্ষে এই আয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় ৯ লক্ষ ২৯৪ টাকা। পরের আর্থিক বর্ষ, অর্থাৎ ২০২০-২১ সালে এক লাফে এই আয়ের পরিমাণ হয় ১ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ১০ টাকা। যদিও পরের বছর, ২০২১-২২ সালে সংস্থার আয় কমে হয় ৮৫ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা। কীভাবে দু’বছরে সুকন‌্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েনের আয় দু’বছরে সোয়া এক লক্ষ টাকা থেকে প্রায় দেড় কোটি টাকায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে সিবিআই প্রশ্ন করেছে। ওই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে খতিয়ে দেখতে, ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে সংস্থার আয়ের নথি খতিয়ে দেখতে চেয়েছেন সিবিআই আধিকারিকরা। এর পাশাপাশি অনুব্রত কন্যার আরো যে সমস্ত সংস্থা রয়েছে এবং মাত্র কয়েক বছরে তার যে বিপুল পরিমাণ আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত নথি চাওয়া হয়েছে। সবমিলিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের বিপুল সম্পত্তি এখন সিবিআইয়ের র্যাডারে।

প্রসঙ্গত, বীরভূমে ফের সক্রিয় সিবিআই (CBI)। গরুপাচার মামলায় একাধিক অনুব্রত ঘনিষ্ঠকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরমধ্যে অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলের মালিকানাধীন সংস্থাও রয়েছে। আগামী সোমবারের মধ্যে সংস্থার সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পাঠানো হয়েছে অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ-সহ একাধিক চালকলের মালিককেও।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version