Tuesday, November 4, 2025

একবিংশ শতকে দাঁড়িয়েও এখনও দেশের অনেক মানুষের মধ্যেই রয়ে গিয়েছে কুসংস্কার। তারই ভয়ঙ্কর প্রমাণ মিলল কেরলে। ভাগ্য ফেরাতে নরবলির মত নৃশংসতায় সামিল হল দম্পতি। কেরলের এই ঘটনার তদন্ত শুরু হতেই উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় অভিযুক্ত দম্পতি পুলিশি জেরায় ভগবল সিংহ এবং তাঁর স্ত্রী লায়লা শুধুমাত্র দুই মহিলাকে অপহরণ করে বলি দিয়েই ক্ষান্ত হননি। টুকরো টুকরো করে কাটেন তাঁরা।এরপর তাঁদের মাংস রেঁধেও খান।

আরও পড়ুন:মোদিরাজ্যেও সংসারের শান্তি কামনায় নর*বলি

কেরল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগ্য ফেরাতে নরবলির ঘটনায় শুধু ওই দম্পতিই জড়িত নয়, তাদের মদত দিয়েছিল সফি নামক এক ব্যক্তি। তিনিই ওই দুই মহিলাকে অপহরণ করে এনেছিলেন এবং সিংহ পরিবারের বাড়িতে আটকে রাখা হয়। সূত্রের খবর, এই সফিই অভিযুক্ত দম্পতিকে বলেছিলেন যে নরবলি দিলে ভাগ্য ফিরবে। দুই মহিলাকে বলি দিয়ে, তাদের দেহ কেটে খেতে পারলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এই লোভে পড়েই আগেপিছে না ভেবে নরবলি দিয়ে দেন দম্পতি।

কীভাবে এতবড় কাজ করলেন দম্পতি?

প্রথমে দুই মহিলাকে অপহ্রণ করে তাদের  খুন করেন ওই দম্পতি। এরপর তাদের দেহ টুকরো টুকরো করেন তাঁরা। কিছুটা অংশ রেখে দেন রান্না করে খাওয়ার জন্য। বাকি অংশ মাটিতে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। জানা গিয়েছে, এক মহিলার স্তন কেটে বের করে নেওয়া হয় সমস্ত রক্ত। এরপর সেই অংশের ৫৬ টুকরো করা হয়। রান্না করে খাওয়ার পরই দেহের বাকি অংশগুলিকে পুঁতে ফেলার পরিকল্পনা ছিল ওই দম্পতির।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও নরবলি দেওয়ার চেষ্টা করেছিলেন ওই দম্পতি। প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হওয়াতেই ওই দুই মহিলাকে অপহরণ করে খুন করেন তাঁরা। ইতিমধ্যেই তদন্তকারীদের জেরায় অভিযুক্তরা নরবলির প্রতিটি ধাপ বর্ণনা করেছেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version