Tuesday, November 11, 2025

Bidhannagar: দক্ষতার সঙ্গে সাইবার অপরাধীদের শাস্তির ব্যবস্থা, শিরোনামে সাইবার ক্রাইম অফিসার শুভেন্দু

Date:

যত দিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। এই অপরাধকে সমূলে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionarate) সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime) এই নিয়ে কাজ করে চলেছে। অফিসার শুভেন্দু মুখোপাধ্যায়ের (Suvendu Mukherjee) নামের সঙ্গে কর্তব্যপরায়নতা, কাজের প্রতি দায়বদ্ধতা আর অপরাধ দমনের মানসিকতা জড়িয়ে আছে। এবার সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায় (Suvendu Mukherjee), ২০২০ সালের সাইবার অপরাধের ঘটনার নিষ্পত্তি করে খবরের শিরোনামে।

২০২০ সালের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, এক নামী বেসরকারি ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার বাগুইহাটি থানায় অভিযোগ করে জানান যে অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার লোপাট হয়ে গেছে। ঘটনাটি ব্যাংকের বাগুইহাটি ব্রাঞ্চ থেকেই হয়েছে। এরপর তদন্তকারী অফিসার হিসেবে এই ঘটনার অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায়। এরপরই বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। দেখা গেল ঘটনা সঙ্গে যুক্ত ব্যাংকেরই এক কর্মচারী। তাঁর সঙ্গী সহকারীও অপরাধ স্বীকার করেছেন। অতএব দুজনেই গ্রেফতার। এখানেই শেষ নয়, যাতে অপরাধীরা জামিন না পেয়ে যায়, তার জন্য অতি দ্রুত দক্ষতার সঙ্গে চার্জশিট জমা করেন শুভেন্দু। ফলে কোনও রাস্তাই আর খোলা রইল না অপরাধীদের কাছে। কয়েকদিন আগে, সমস্ত রকম তথ্য প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্য মাথায় রেখে, বারাসাত আদালত (Barasat High Court) দুই অভিযুক্তকেই সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এরপরই শুভেন্দু মুখোপাধ্যায়ের মতো অফিসারকে কুর্নিশ জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরাও। নিঃসন্দেহে তিনি পুলিশের গর্ব!

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version