Sunday, August 24, 2025

Bidhannagar: দক্ষতার সঙ্গে সাইবার অপরাধীদের শাস্তির ব্যবস্থা, শিরোনামে সাইবার ক্রাইম অফিসার শুভেন্দু

Date:

যত দিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। এই অপরাধকে সমূলে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionarate) সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime) এই নিয়ে কাজ করে চলেছে। অফিসার শুভেন্দু মুখোপাধ্যায়ের (Suvendu Mukherjee) নামের সঙ্গে কর্তব্যপরায়নতা, কাজের প্রতি দায়বদ্ধতা আর অপরাধ দমনের মানসিকতা জড়িয়ে আছে। এবার সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায় (Suvendu Mukherjee), ২০২০ সালের সাইবার অপরাধের ঘটনার নিষ্পত্তি করে খবরের শিরোনামে।

২০২০ সালের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, এক নামী বেসরকারি ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার বাগুইহাটি থানায় অভিযোগ করে জানান যে অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার লোপাট হয়ে গেছে। ঘটনাটি ব্যাংকের বাগুইহাটি ব্রাঞ্চ থেকেই হয়েছে। এরপর তদন্তকারী অফিসার হিসেবে এই ঘটনার অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের অবর পরিদর্শক শুভেন্দু মুখোপাধ্যায়। এরপরই বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। দেখা গেল ঘটনা সঙ্গে যুক্ত ব্যাংকেরই এক কর্মচারী। তাঁর সঙ্গী সহকারীও অপরাধ স্বীকার করেছেন। অতএব দুজনেই গ্রেফতার। এখানেই শেষ নয়, যাতে অপরাধীরা জামিন না পেয়ে যায়, তার জন্য অতি দ্রুত দক্ষতার সঙ্গে চার্জশিট জমা করেন শুভেন্দু। ফলে কোনও রাস্তাই আর খোলা রইল না অপরাধীদের কাছে। কয়েকদিন আগে, সমস্ত রকম তথ্য প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্য মাথায় রেখে, বারাসাত আদালত (Barasat High Court) দুই অভিযুক্তকেই সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এরপরই শুভেন্দু মুখোপাধ্যায়ের মতো অফিসারকে কুর্নিশ জানিয়েছে বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরাও। নিঃসন্দেহে তিনি পুলিশের গর্ব!

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version