Tuesday, November 4, 2025

ওরা বিক্ষোভ দেখিয়ে স্লোগান দিচ্ছিল। দিলীপ ঘোষ কী করলেন? তার হুঙ্কার ‘ বুকে পা তুলে দেব ‘ , ১০০ দিনের কাজের টাকা চেয়ে স্লোগান তুলতেই দিলীপের এই হুঙ্কার।
বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।
সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ‘ বুকে পা তুলে দেব ‘ ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এর আগে বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন মমতা। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, সম্প্রতি বারবার অভিযোগ করেছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ’মাস ধরে, বন্ধ করে দেওয়া হয়েছে UGC’র টাকাও ! এমন অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন একাধিকবার, ‘বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে… দিল্লি টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার ঠিক কাজগুলি চালিয়ে যাচ্ছে। ‘

এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কর্মীরা এদিন সাংসদ দিলীপ ঘোষের সামনে স্লোগান তোলেন। আর তাতেই চটে যান দিলীপ। এরই পাশাপাশি, বউবাজারে মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়া নিয়েও প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি সোজাসুজি বলে দেন, ‘ মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। ‘ দিলীপের অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...
Exit mobile version