Friday, November 7, 2025

কোহিনুরকে ভারতে ফেরানোর তৎপরতা! ইঙ্গিতপূর্ণ বিবৃতি বিদেশ মন্ত্রকের

Date:

ব্রিটিশ শাসনে ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল ঐতিহাসিক হিরে কোহিনুর(Kohinoor Diamond)। যা নিয়ে ভারত(India) ও ব্রিটেনের(Britain) মধ্যে টানা পড়েন অব্যাহত। এই ইস্যুতেই এবার ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিল দেশের বিদেশ মন্ত্রক(Foreign Ministry)। সংশ্লিষ্ট মন্ত্রকে তরফে জানানো হয়েছে, কোহিনুর সমস্যার সন্তোষজনক সমাধান খুঁজতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “কহিনুর এর বিষয়টি আমরা একাধিক বার ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছি। এবং এই সমস্যার সন্তোষজনক সমাধানের পথ খুঁজছি আমরা।” বিদেশে মন্তব্যের স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে দেশের ইতিহাসবিদরা। অন্ধ্রপ্রদেশের খনি থেকে পাওয়া ওই ১০৫.৬ কারাটের অমূল্য হিরেটিকে নিয়ে নয়াদিল্লি ও লন্ডনের টানাপোড়েন দীর্ঘদিনের। বহুদিন ধরেই লুঠ হওয়া হিরেটিকে দেশে ফেরানোর দাবি জানাচ্ছে বিজেপি। মোদি জমানায় অবশেষে এই হিরে দেশে ফেরানো নিয়ে প্রথমবার মুখ খুলল দেশের বিদেশ মন্ত্রক।

উল্লেখ্য, ১৮৪৯ সেলে ভারত থেকে কোহিনুর হীরা ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে রানি ভিক্টোরিয়া হিরেটিকে রাজভূষণের অংশ করে নেন তিনি। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় কোহিনুরকে। রানি এলিজাবেথের (Queen Elizabeth) মৃত্যু পর ফের কোহিনুর ইস্যুকে উসকে দিয়েছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version