Wednesday, December 17, 2025

ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য আমেরিকার! জেলেনেস্কির দেশে বড় হামলার সিদ্ধান্ত বদল পুতিনের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ইউক্রেনের (Ukraine) উপর হামলার ঝাঁঝ ততই বাড়াচ্ছে রাশিয়া (Russia)। তবে তুলনামূলকভাবে দুর্বল ইউক্রেন সেনার দাপটে এখনও পর্যন্ত কিয়েভ (Kiev) নিজেদের দখলে নিতে ব্যর্থ ভ্লাদিমির পুতিনের দেশ। পাল্টা ইউক্রেনকে আরও অস্ত্রশস্ত্র (Weapons) জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা (America)। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন নয়, রাশিয়ার সঙ্গে আসল যুদ্ধ হচ্ছে আমেরিকারই। শুক্রবারই রাশিয়াকে চাপে ফেলে ইউক্রেনকে ৭২৫ মিলিয়ন ডলার মুল্যের অস্ত্রশস্ত্র দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আমেরিকা। এমনই বিবৃতি দিয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। তিনি আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছে ইউক্রেন। তবে আমরা সবসময় তাঁদের পাশেই রয়েছি।

এদিকে ন্যাটো জোটের (NATO Alliance) সঙ্গে রাশিয়ার সেনা ফৌজের সরাসরি সংঘাত হলে চরম বিপর্যয়ের (Extreme Disaster) মুখে পড়বে ইউক্রেন, এমটাই হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট (President of Russia)। কিন্তু শুক্রবার আশ্চর্যজনকভাবে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পুতিন। তিনি মন্তব্য করেন, ইউক্রেনের উপর আর বড় হামলার কোনও প্রয়োজন নেই। শুক্রবার মধ্য এশিয়ার আঞ্চলিক নেতাদের সঙ্গে সম্মেলনের পর সাংবাদিক সম্মেলন করে পুতিন সাফ জানিয়ে দেন, ইউক্রেনে আর বড় হামলার কোনও প্রয়োজন নেই। আমাদের এখন অন্য কাজ রয়েছে।

পুতিন আরও জানিয়েছেন, রুশ সামরিক বাহিনী ইতিমধ্যে ইউক্রেনের ২৯ টি নির্ধারিত লক্ষ্যবস্তুর মধ্যে ২২টি ধ্বংস করেছে। ইউক্রেনকে ধ্বংস করা তাঁর প্রধান লক্ষ্য নয় বলেও জানান তিনি। তবে কী কারণে পুতিনের এমন সিদ্ধান্ত তা নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে আমেরিকার ইউক্রেনের পাশে থেকে সাহায্য ঘোষণাকেই বড় ফ্যাক্টর বলে মনে করছেন কূটনীতিকরা। আর তার জেরেই নিজেদের অবস্থান থেকে সরতে বাধ্য হল রাশিয়া।

আরও পড়ুন:কোহিনুরকে ভারতে ফেরানোর তৎপরতা! ইঙ্গিতপূর্ণ বিবৃতি বিদেশ মন্ত্রকের

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...