Sunday, November 9, 2025

আন্দামানের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তরুণীর, তদন্তে SIT

Date:

আন্দামান ও নিকোবর(Andaman Nikobar) দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিবের(Chief Secretary) বিরুদ্ধে ধ*র্ষণের মতো গুরুতর অভিযোগ তুললেন এক তরুণী। প্রাক্তন মুখ্যসচিবের পাশাপাশি আরও এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন ওই তরুণী। বিষয়টি প্রকাস্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই আইএএস আধিকারিক ১৯৯০ সালের ব্যাচের আইএস অফিসার। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআই দায়ের হয়েছে পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন থানায়। গোটা ঘটনার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। নির্যাতিতা ওই তরুণীর সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

জানা গিয়েছে, যে দুই আধিকারিকের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তুলেছেন ওই তরুণী তারা হলেন, জিতেন্দ্র নারায়ণ এবং আর এল ঋষি। জিতেন্দ্র নারায়ণ নামে ওই সরকারি কর্তা তিন মাস আগে তথাকথিত ওই ঘটনা ঘটার আগে পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ছিলেন। আর এল ঋষি আন্দামানের শ্রম কমিশনার হিসাবে কাজ করেছেন। মূল অভিযুক্ত জিতেন্দ্র নারায়ণ বর্তমানে দিল্লি ফিনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এহেন অভিযোগ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও অযৌক্তিক। পাশাপাশি জানা গিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে ব্যাখ্যা দিয়েছেন ওই আধিকারিক। এদিকে ওই নির্যাতিতার স্পষ্ট দাবি, অভিযোগ প্রমানের জন্য জন্য জিতেন্দ্র নারায়নের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা উচিত।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version