Monday, August 25, 2025

আন্দামানের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তরুণীর, তদন্তে SIT

Date:

আন্দামান ও নিকোবর(Andaman Nikobar) দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিবের(Chief Secretary) বিরুদ্ধে ধ*র্ষণের মতো গুরুতর অভিযোগ তুললেন এক তরুণী। প্রাক্তন মুখ্যসচিবের পাশাপাশি আরও এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন ওই তরুণী। বিষয়টি প্রকাস্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই আইএএস আধিকারিক ১৯৯০ সালের ব্যাচের আইএস অফিসার। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআই দায়ের হয়েছে পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন থানায়। গোটা ঘটনার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। নির্যাতিতা ওই তরুণীর সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

জানা গিয়েছে, যে দুই আধিকারিকের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তুলেছেন ওই তরুণী তারা হলেন, জিতেন্দ্র নারায়ণ এবং আর এল ঋষি। জিতেন্দ্র নারায়ণ নামে ওই সরকারি কর্তা তিন মাস আগে তথাকথিত ওই ঘটনা ঘটার আগে পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ছিলেন। আর এল ঋষি আন্দামানের শ্রম কমিশনার হিসাবে কাজ করেছেন। মূল অভিযুক্ত জিতেন্দ্র নারায়ণ বর্তমানে দিল্লি ফিনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এহেন অভিযোগ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও অযৌক্তিক। পাশাপাশি জানা গিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে ব্যাখ্যা দিয়েছেন ওই আধিকারিক। এদিকে ওই নির্যাতিতার স্পষ্ট দাবি, অভিযোগ প্রমানের জন্য জন্য জিতেন্দ্র নারায়নের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা উচিত।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version