Thursday, November 6, 2025

বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

Date:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। রবিবার যোগ্যতা অর্জন পর্ব। তার আগে শনিবার ব্রিসবেনে বিশ্বকাপের সব দলের অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আইসিসি। সেখানেই এক সারপ্রাইজ পেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবার আজমের জন‍্য কেক নিয়ে আসেন অ্যারন ফিঞ্চ। আজ পাকিস্তান অধিনায়কের জন্মদিন। বাবরের জন্য কেকের বন্দোবস্ত করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনেই পাক অধিনায়কের জন্য কেক নিয়ে আসেন ফিঞ্চ। ধরিয়ে দেন বাবরের হাতে। আইসিসির তরফে তাঁর কেক কাটার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছেন পাকিস্তান অধিনায়ক। জন্মদিন যে বিশেষ ভাবে পালন করা হয়েছে তা বোঝা যাচ্ছে বিভিন্ন ছবিতে। ১৫ জন অধিনায়ক মিলে বাবরের জন্মদিন পালন করলেন।

২৩ অক্টোবর মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ। জন্মদিন বলে সেই প্রসঙ্গ থেকে একটুও রক্ষা পাননি বাবর। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাই আলাদা। সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমরা নিজের ১০০ শতাংশ দেব। আমরা ম্যাচটা উপভোগ করতে চাই।”

এদিকে সাংবাদিক সম্মেলনে আলাদা করে কথা বলতে দেখা যায় রোহিত-বাবরকে। কী নিয়ে কথা হল? এই প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন,” নতুন কী গাড়ি কিনেছে জানতে চাইলাম বাবরের কাছে। আমাদের দেখা হলে নানা কথা হয়। এই তো এশিয়া কাপের সময় দেখা হয়েছিল। আমরা পরিবার নিয়ে কথা বলি। বাড়ির খবর জানতে চাই। বিভিন্ন গল্প হয়। বাবরদের সঙ্গে আমাদের সাধারণ কথা বার্তাই হয়। শুধু আমরা কেন? আমাদের আগের প্রজন্মের ক্রিকেটারদের কাছেও শুনেছি, তাঁরাও সাধারণ কথাই বলতেন। কেউ নতুন গাড়ি কিনলে, তা নিয়েও আলোচনা করি আমরা।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version