Thursday, November 13, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এভার ইডির নজরে মানিক ভট্টাচার্য (manik bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (tapas mandal)। ২০ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দিয়েছে ইডি (ED)। তাপসকে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

শনিবার, তাপসের বারাসতের বাড়িতে প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে একটি হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ, ২টি মোবাইল ফোন ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার করেন তদন্তকারীরা। মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে বলে অনুমান ইডির। তদন্তকারীদের মতে, মোবাইল থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট উড়িয়ে দেওয়া হয়ে হতে পারে। সেগুলি ‘রিট্রিভ’ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলি খতিয়ে দেখার পাশাপাশি হার্ড ডিস্ক পরীক্ষার জন্য CFSL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেই তাপস মণ্ডলের সন্ধান পায় ইডি। ‘মিনার্ভা এডুকেশন সোসাইটি’, ‘অ্যাম্বিশেন স্টাডি সেন্টার’-সহ তাঁর একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই ২টি সংস্থার একাধিক দফতরে তল্লাশি অভিযান চালানো হয়। সেগুলিরই আয়-ব্যয় সংক্রান্ত নথিও হাজিরার দিন তাপসকে আনতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন:‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version