Thursday, August 21, 2025

কেরালার বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান কোচ

Date:

আইএসএল-এ প্রথম ম‍্যাচে হারের পর দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান। রবিবার কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে কেরালাকে ৫-২ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। আর রুদ্ধশ্বাস জয়ের পরেই ডার্বির দামামা বাজিয়ে দিলেন বাগান। বললেন, আশা করি, দল ডার্বি ম্যাচের জন্য প্রস্তুত।

সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” ম্যাচ দেখে একসময় মনে হচ্ছিল, রিয়েল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের স্কোর। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের আরও তৈরি থাকতে হবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কলকাতায় ডার্বি খেলাটা একটা আলাদা সন্তুষ্টির বিষয়। সমর্থক তো বটেই আমাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, দল এই ম্যাচের জন্য প্রস্তুত।”

কেরলার ঘরের মাঠে এই দুরন্ত জয়। হলুদ গ‍্যলারির আবহে এই জয় আলাদা বলে মনে করছেন বাগান কোচ। দুর্ধর্ষ ম্যাচের আবহ কতটা তাতিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে? এই নিয়ে জুয়ান বলেন,”অবিশ্বাস্য এক ফুটবল আবহ তৈরি হয়েছিল। সমস্ত সমর্থকরাই হলুদ টি-শার্ট পরে গ্যালারিতে এসেছিলেন। এটাই আরও চাপ বাড়িয়ে দিচ্ছিল। ছেলেদের চাপের মুখে পারফর্ম করা শিখতে হবে। তিন পয়েন্ট অর্জন করে ছেলেদের শেখাটা জরুরি ছিল। বিশেষ করে এরকম পরিস্থিতিতে। প্ৰথম ১০-১৫ মিনিটের পরে দল যে চারিত্রিক কাঠিন্য দেখিয়েছে, তাতে আমি খুশি।”

এখানেই না থেমে বাগান কোচ আরও বলেন,” আমি ছেলেদের বারবার বলি, প্রত্যেক ম্যাচই আলাদা। আইএসএল-এর মত একটা টুর্নামেন্টে তো বটেই। ম্যাচে ২-৩টে ভাল স্কোর হয়েছে। অর্থাৎ আমরা অন্যদের তুলনায় আরও ভালো পারফর্ম করেছি। অন্যদের তুলনায় বেশি মোটিভেশনও আমাদের। আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের ওপর ফোকাস করা। প্রত্যেক ম্যাচে উন্নতি করতে হবে। অন্যান্য বিভাগে তো বটেই।”

আরও পড়ুন:শামিকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version