Tuesday, November 4, 2025

মাঠে নেমেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ শামি। টি-২০ বিশ্বকাপের আগে যা স্বস্তির খবর ভারতীয় দলে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে এক ওভার বল করেই নিয়েছেন তিন উইকেট। ওই এক ওভারের ম‍্যাচের রং বদলে দেন শামি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের আগে পর্যন্ত মহম্মদ শামির বল করার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। শেষ ওভারে হঠাৎই এই পেসারের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। হঠাৎ শেষ ওভারের শামি কেন? জবাবে ভারত অধিনায়ক বললেন, শামিকে দিয়ে বল করানোর পরিকল্পনা আমাদের ছিল।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমাদের পরিকল্পনা ছিল। সত্যি বলতে, ও অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে। তাই ওকে একটা ওভারই দিতে চেয়েছিলাম। শুরু থেকেই সেই পরিকল্পনা ছিল। ইচ্ছে করেই ডেথ ওভারে বল ওর হাতে তুলে দিয়েছি। নতুন বলে ও কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ম্যাচে ওকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম ডেথ ওভারে ও কেমন বোলিং করে। ফলাফল কী, সেটা তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি।”

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও, দলের অনেক উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন হিটম‍্যান। তিনি বলেন,”কোথায় বল ফেলছি, সে ব্যাপারে আরও ধারাবাহিক হতে চাই। ঘরের মাঠে খেলা এবং অস্ট্রেলিয়ার মাঠে খেলা এক নয়। দুটো মাঠের চরিত্র আলাদা। কৌশলও বদলাতে হয়। লেংথের বদল হয়। নতুন কিছু চেষ্টা না করে গোটা ব্যাপারটা সহজ-সরল রাখলেই মনে হয় ভাল। আমরা এ নিয়ে পরিশ্রম করছি। সবার সঙ্গে কথা বলছি। উন্নতির জায়গা থাকলেও, একটা ভাল ম্যাচ খেললাম। পিচ খুবই ভাল ছিল।”

আরও পড়ুন:মহারাজের পাশে মমতা, ‘সভাপতি পদ থেকে কেন সৌরভকে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল?’ প্রশ্ন মুখ‍্যমন্ত্রীর

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version