Saturday, August 23, 2025

মাঠে নেমেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ শামি। টি-২০ বিশ্বকাপের আগে যা স্বস্তির খবর ভারতীয় দলে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে এক ওভার বল করেই নিয়েছেন তিন উইকেট। ওই এক ওভারের ম‍্যাচের রং বদলে দেন শামি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের আগে পর্যন্ত মহম্মদ শামির বল করার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। শেষ ওভারে হঠাৎই এই পেসারের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। হঠাৎ শেষ ওভারের শামি কেন? জবাবে ভারত অধিনায়ক বললেন, শামিকে দিয়ে বল করানোর পরিকল্পনা আমাদের ছিল।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমাদের পরিকল্পনা ছিল। সত্যি বলতে, ও অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে। তাই ওকে একটা ওভারই দিতে চেয়েছিলাম। শুরু থেকেই সেই পরিকল্পনা ছিল। ইচ্ছে করেই ডেথ ওভারে বল ওর হাতে তুলে দিয়েছি। নতুন বলে ও কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ম্যাচে ওকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম ডেথ ওভারে ও কেমন বোলিং করে। ফলাফল কী, সেটা তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি।”

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও, দলের অনেক উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন হিটম‍্যান। তিনি বলেন,”কোথায় বল ফেলছি, সে ব্যাপারে আরও ধারাবাহিক হতে চাই। ঘরের মাঠে খেলা এবং অস্ট্রেলিয়ার মাঠে খেলা এক নয়। দুটো মাঠের চরিত্র আলাদা। কৌশলও বদলাতে হয়। লেংথের বদল হয়। নতুন কিছু চেষ্টা না করে গোটা ব্যাপারটা সহজ-সরল রাখলেই মনে হয় ভাল। আমরা এ নিয়ে পরিশ্রম করছি। সবার সঙ্গে কথা বলছি। উন্নতির জায়গা থাকলেও, একটা ভাল ম্যাচ খেললাম। পিচ খুবই ভাল ছিল।”

আরও পড়ুন:মহারাজের পাশে মমতা, ‘সভাপতি পদ থেকে কেন সৌরভকে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল?’ প্রশ্ন মুখ‍্যমন্ত্রীর

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version