Saturday, May 3, 2025

মার্চ-এপ্রিলেই সম্ভবত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন: বুধবার আসন নিয়ে খসড়া তালিকা প্রকাশ

Date:

Share post:

আগামী বছর মার্চ-এপ্রিলেই সম্ভবত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ইঙ্গিত দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কমিশন-প্রশাসন সূত্রে, রাজ্য পুলিশ (West Bengal police)দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayet Election) হবে। বুধবার, ২০টি জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশম।

জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ২০২৩-এ রাজ্য পঞ্চায়েত ভোট। কবে হবে ভোট এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। একই সঙ্গে হাওড়ায় বাকি রয়েছে পুরভোট। একই সঙ্গে সেই ভোটগ্রহণও হতে পারে।

বুধবার, রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে।
• ২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে।
• ৭-১৬ নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে।
• নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ডিসেম্বর (December) মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন করার বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশ দিয়েই আসন্ন পঞ্চায়েত ভোট করানো হবে বলে প্রথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মার্চে বিভিন্ন বড় পরীক্ষা থাকায় এপ্রিলেই ভোট হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আগামী বছরের শুরুতেই হাওড়া পুরসভার বকেয়া নির্বাচন হতে পারে। তবে চলতি বছরে কোনওভাবেই, সেখানে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বর্তমানে হাওড়া পুর এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ চলছে। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হলে, সংরক্ষিত আসন চিহ্নিত করার কাজ শুরু হবে। ওই কাজ শেষ হওয়ার আগে হাওড়ায় ভোট করানো সম্ভব নয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...