Saturday, January 31, 2026

মার্চ-এপ্রিলেই সম্ভবত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন: বুধবার আসন নিয়ে খসড়া তালিকা প্রকাশ

Date:

Share post:

আগামী বছর মার্চ-এপ্রিলেই সম্ভবত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ইঙ্গিত দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কমিশন-প্রশাসন সূত্রে, রাজ্য পুলিশ (West Bengal police)দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayet Election) হবে। বুধবার, ২০টি জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশম।

জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ২০২৩-এ রাজ্য পঞ্চায়েত ভোট। কবে হবে ভোট এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। একই সঙ্গে হাওড়ায় বাকি রয়েছে পুরভোট। একই সঙ্গে সেই ভোটগ্রহণও হতে পারে।

বুধবার, রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে।
• ২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে।
• ৭-১৬ নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে।
• নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ডিসেম্বর (December) মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন করার বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশ দিয়েই আসন্ন পঞ্চায়েত ভোট করানো হবে বলে প্রথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মার্চে বিভিন্ন বড় পরীক্ষা থাকায় এপ্রিলেই ভোট হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আগামী বছরের শুরুতেই হাওড়া পুরসভার বকেয়া নির্বাচন হতে পারে। তবে চলতি বছরে কোনওভাবেই, সেখানে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বর্তমানে হাওড়া পুর এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ চলছে। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬টি ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হলে, সংরক্ষিত আসন চিহ্নিত করার কাজ শুরু হবে। ওই কাজ শেষ হওয়ার আগে হাওড়ায় ভোট করানো সম্ভব নয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...