Saturday, May 3, 2025

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি। ঘোষণা আগেই হয়েছিল, মঙ্গলবার পড়ল সরকারি শিলমোহর। বিসিসিআইয়ের এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল ভারতের প্রাক্তন এই বিশ্বকাপারের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর নতুন বোর্ড সভাপতি হিসাবে অনেক আগেই রজার বিনির নাম প্রস্তাব করা হয়। মঙ্গলবার ছিল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর সরকারিভাবে বোর্ড সভাপতি হিসাবে ঘোষণা করা হল রজার বিনির নাম। বোর্ড সচিব থাকলেন জয় শাহ। বোর্ডের নতুন কোষাধ‍্যক্ষ হলেন আশিস শেলার।

 

কর্ণাটক ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এবং তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে গতকালই মুম্বই রওনা দেন সৌরভ বোর্ডের প্রাক্তন সভাপতি।

রজার বিনি হলেন একমাত্র প্রার্থী যিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে বসলেন। ৬৭ বছরের বিনি ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।

এদিকে এদিনের বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির নির্বাচনে লড়বেন কিনা, সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু সূত্রের খবর, এদিনের বৈঠকে সেসব নিয়ে কোনও আলোচনাই হয়নি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক প‍্যাট কামিন্স

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version