Tuesday, November 4, 2025

পরে ডাকা হলে আবার আসব: সিজিও থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেবরাজের

Date:

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের (TMC) যুব নেতা কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সল্টলেকের সিজিও (CGO) কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই (CBI) দফতর থেকে বেরিয়ে তিনি জানান, “আমাকে পরে ডাকা হলে আবার আসব। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তারা আমাকে ডেকেছে। আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে তাদের সাহায্য করতে এসেছি। আমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করেছে। আমি সাধ্যমতো তার জবাব দিয়েছি।” দেবরাজের মতে, “যে কোনও মৃত্যুই দুঃখের। আক্রান্ত পরিবারের পাশে থাকতে পারলে ভালো লাগবে।”

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের সদর দফতর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) দেবরাজকে হাজিরা দিতে বলা হয়। একুশের নির্বাচনে ‘গোহারা’ হার কিছুতেই মানতে পারেনি বিজেপি। তারপর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তৎপরতা। ভোট পরবর্তী হিংসা মামলায় প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তিনি বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করে অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপরই এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এদিন দেবরাজকে ডেকে পাঠায় সিবিআই।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version