Sunday, August 24, 2025

ভারতের প্রতিরক্ষা কেন্দ্র হবে গুজরাট! গান্ধীনগরে নয়া বায়ুসেনা ঘাঁটির উদ্বোধনে প্রত্যয়ী মোদি

Date:

দিওয়ালির আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাট (Gujarat) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার গান্ধীনগরে ডেফএক্সপো ২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’ (52 Wing Airforce Station) ‘দিশা’র, যা পাকিস্তান সীমান্তে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি হয়ে উঠতে চলেছে। এর জন্য খরচ হবে ১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বায়ুসেনার পাশাপাশি নৌসেনাও এই ঘাঁটি কাজে লাগাবে। আগামী ২১ মাসের মধ্যে ‘দিশা’র সমস্ত কাজ শেষ হয়ে যাবে।

বুধবার‘ডেফএক্সপো’-তে ‘মিশন ডেফস্পেস’-এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্বের কথা তুলে ধরে মোদি বলেন, মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণায় নতুন প্রজন্মের এগিয়ে আসা প্রয়োজন। এর ফলে দেশের পাশাপাশি তাঁদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। নয়া বিমানঘাঁটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বিমানঘাঁটি দেশের নিরাপত্তার জন্য একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মোদি আরও জানান, ভারতের প্রতিরক্ষা কেন্দ্র হয়ে উঠবে গুজরাট। পাশাপাশি দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রাজ্য। তবে এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গান্ধীনগরে ‘ডেফএক্সপো’-তে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রাজনাথ জানান, ডেফএক্সপো প্রমাণ করছে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়ছে ভারতের। এটাই ‘আত্মনির্ভর ভারত’-এর প্রধান লক্ষ্য।

অন্যদিকে, চলতি বছরেও দীপাবলিতে (Diwali) ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে আনন্দ-উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন নমো। সেখানে তিনি পুজো দেবেন। এছাড়াও কেদারনাথ প্রকল্প (Kedarnath Project) ও বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে যাবেন নমো।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version