পথ চলা  শুরু হল এমএনএম ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ

সম্প্রতি রাজ্য সরকারের ছাড়পত্র পেল এমএনএম ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ । গত ১৭ অক্টোবর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু করল এই নার্সিং কলেজ

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানি অঞ্চলে ২০০১ সালে মির্জা শামসুল হোসেনের উদ্যোগে তৈরি হয়েছিল এমএনএম মেমোরিয়াল হাই স্কুল।এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিএড এবং ডিএলএড কলেজ তৈরি হয়।

সম্প্রতি রাজ্য সরকারের ছাড়পত্র পেল এমএনএম ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ । গত ১৭ অক্টোবর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু করল এই নার্সিং কলেজ। মির্জা শামসুল হোসেনের পৌরহিত্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার ডিসিও শৈবাল চট্টোপাধ্যায় , সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখোপাধ্যায়, অমল কুমার পান্ডা, জয়ন্ত প্রকাশ ভৌমিক, প্রভাত কুমার মাইতি, হরে কৃষ্ণ সামন্ত সহ বহু শিক্ষাবিদ ও বিশিষ্টরা।