Tuesday, November 11, 2025

Primary TET : টেট উত্তীর্ণদের ধর্নার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ পর্ষদ

Date:

দ্রুত নিয়োগের দাবি তুলে সল্টলেকের (Saltlake) করুণাময়ীতে টানা দুদিন ধরে আবরণ অনশনে ২০১৪ সালে টেট ( (Primary TET 2014)) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আজ বুধবার এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)।

প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেছে, এখনও ধর্না মঞ্চ থেকে এতটুকু সরেন নি চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে তাঁরা অনড়। তবে এর জেরে সমস্যায় পড়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী থেকে অফিসার প্রত্যেকেই। আন্দোলনের জেরে তাঁরা নিজেদের দফতরে প্রবেশ করতে পারছেন না। ফলে তাঁদের নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য সোমবার বেলা ১২টা থেকে ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড (Non Included) চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন। পুলিশ বারবার বিক্ষোভকারীদের অবস্থান তুলে নিতে বললেও তারা নিজেদের জায়গা থেকে একচুল নড়েন নি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর অসুস্থ হওয়ার খবরও এসেছে। বিক্ষোভকারীদের একাংশের কথায়, টেট নিয়ে যে জট পেকে আছে তাঁর মাঝেই তাঁদের বয়স ৪০ ছুঁয়েছে। তাই নতুন করে চাকরির সুযোগ বা সম্ভাবনা কোনটাই তাঁরা আর দেখছেন না। এই অবস্থায় তাঁদের নিয়োগ নিয়ে কেন দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে না এ প্রশ্ন তোলেন তাঁরা। এদিকে ধর্নার জেরে কাজের সমস্যা তৈরি হওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মামলা করে হাইকোর্টে দ্রুত শুনানির ব্যবস্থার আবেদন করা হয়। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।হাই কোর্টের তরফে পাল্টা প্রশ্ন করে বলা হয় এতদিন আন্দোলন চলছে, আর এক দিন চললে এমন কী অসুবিধা হবে? আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন চূড়ান্ত হয়েছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version