Tuesday, November 4, 2025

টিভি শো-এ সঞ্চালনা নিয়ে সুদীপ্তাকে বাঁকা কথা, জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী

Date:

দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। এবার ‘রান্নাঘরের গপ্পো’ নামে একটি কুকারি শো-এর অ্যাঙ্কার (Anchor) তিনি। সেই খবর স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করতেই তাঁকে ট্রোল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জবাবে তাঁকে ধুয়ে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। সুদীপ্তার পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে প্রবল আক্রমণ করেন নেটিজেনরা। বিষয়টি এমন পর্যায় পৌঁছয় যে শেষে স্বয়ং অভিনেত্রীই বিষয়টি নিয়ে ইতি টানার অনুরোধ করেন।

সুদীপ্তার পোস্টে জনৈক অতীন্দ্র চক্রবর্তী রান্নার শো করা নিয়ে তাঁকে কটাক্ষ করেন। জবাবে অভিনেত্রী লেখেন, “‘বাড়িওয়ালি’ সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি।” সুদীপ্তা বিখ্যাত অভিনেতা প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তীর কন্যা। ছোট থেকেই তিনি মঞ্চে অভিনয় করছেন। অভিনয় জগতে যে তাঁর ‘হাতেখড়ি’ এই ছবির অনেক আগে। সেকথাও জানান সুদীপ্তা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী লেখেন, “এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র। এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ, আর ভাল রান্না করা আরও কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যাঁরা রান্না করে দেন বলে দু’মুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

সুদীপ্তার এই মোক্ষম জবাবকে প্রবল সমর্থন জানিয়েছেন সবাই। সুদীপ্তার ভক্তরা তাঁর অভিনয়ের প্রশংসার পাশাপাশি তাঁর বক্তব্যেরও তারিফ করেছেন। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দেখা দিতেই রাশে টানেন খোদ অভিনেত্রী। ভক্তদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এবার বোধহয় এব্যাপারটাই ইতি টানলে ভালো হয়।“ সুদীপ্তার এই মানসিকতাও প্রশংসিত স্যোশাল মিডিয়ায়।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version