Sunday, August 24, 2025

মেডিক্যাল পড়ুয়াদের দাবি মেনে ফ্রেব্রুয়ারির মধ্যেই হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন !

Date:

মেডিক্যাল পড়ুয়াদের দাবিপূরণ। মেডিক্যাল (Calcutta Medical College) পড়ুয়াদের দাবি মানল কলেজ কাউন্সিল। আগামী ফ্রেব্রুয়ারির মধ্যেই হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন। পড়ুয়াদের দাবি মেনে নির্বাচন পরিচালনা করবে মেডিক্যাল কলেজ কাউন্সিল। ২০১৬ সালের পর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০১৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছিল টিএমসিপি (TMCP)। তারপর থেকে আর নির্বাচন হয়নি।
ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে এদিন কলকাতা মেডিক্যালে কলেজ (Calcutta Medical College) কাউন্সিলের বৈঠক বসে। গতকাল থেকে চলা এই বৈঠকে যোগ দিতে আসা কাউন্সিলের সদস্যরা ঘেরাও। সদস্যদের ঘেরাও করে রেখেছিল মেডিক্যাল পুড়ুয়ারা।
মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এরপর কেটে গিয়েছে এতদিন। ছাত্রদের অভিযোগ, এতদিন কেটে গেলেও কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, বৃহস্পতিবার এ নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলেও তাঁদের সঙ্গে কথা বলেননি তিনি।৭২ ঘণ্টা তারা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, অধ্যক্ষ কথা না বলা পর্যন্ত তাঁরা অধ্যক্ষের ঘরের সামনে এই অবস্থান চলবে।
এই আবহের মধ্যেই তৃণমূল সাংসদ তথা IMA-র রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন মেডিক্যাল কলেজে হাজির হন।পড়ুয়ারা তার কাছেও অভিযোগ জানাতে থাকেন। কেন অধ্যক্ষ তাদের সঙ্গে কথা বলবেন না সেই প্রশ্নও তোলেন তারা। শেষ পর্যন্ত মেডিকেল কাউন্সিলের বৈঠকে বিকেলে ঘোষণা করা হয় যে পড়ুয়াদের দাবি মেনে ভোট হবে।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version