Tuesday, August 26, 2025

Entertainment: পদ হারিয়েছেন সৌরভ, টলিপাড়ায় বন্ধ হল শুটিংয়ের কাজ

Date:

গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে মহারাজের বিসিসিআই (BCCI) সভাপতি পদে প্রাক্তন হয়ে যাওয়ার ঘটনা। সৌরভ ভক্ত (Sourav fans) থেকে শুরু করে বাংলার জনগন- কেউই মেনে নিতে পারেননি মহারাজের অপমান। এবার তার সরাসরি প্রভাব পড়ল বিনোদন জগতে (Entertainment Industry)। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিসিসিআই পদে না থাকায় বন্ধ হলেও টালিগঞ্জে (Tollygung) শুটিংয়ের কাজ।

লর্ডসের বুকে জামা ঘুরিয়ে ব্রিটিশ ভূমিতে দাপট দেখাতে পেরেছিলেন যে বাঙালি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের দাদাগিরিতে আজও বুঁদ হয়ে আছে আপামর ভারত তথা বিশ্ববাসীও। ১৯৯৬ সালের অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো – এই সব কিছুই ফ্রেমবন্দী হয়ে রূপোলি পর্দায় আসার কাজ শুরু হয়েছিল। স্বপ্ন দেখেছিলেন অভিনেতা পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ছবির নাম রাখা হয়েছিল ‘কলকাতা ৯৬’ (Kolkata 96)। প্রযোজনার দায়িত্বে রানা সরকার (Rana Sarkar)। কিন্তু এক নিমিষে থমকে গেল সব। বাঙালিকে নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন মহারাজ, সেই মুহূর্তই ছিল অভিনেতা রাহুলের গল্পের কেন্দ্রবিন্দু। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছিল তাঁর। ইচ্ছে ছিল ছেলে সহজকেও একটি চরিত্রে কাজ করাবেন। প্রযোজক বলছেন, লর্ডসের (Lords) মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা দেখেছিল বাঙালি। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল।সেই সময়ের বেশ কিছু ফুটেজ নিজেই দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন স্বয়ং মহারাজ। কিন্তু এখন সবটাই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল। বিসিসিআই (BCCI) থেকে সৌরভের বিদায়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল রাহুলের ছবি ‘কলকাতা ৯৬’ এর কাজ।

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version