Tuesday, July 15, 2025

পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ রামিজ রাজা

Date:

Share post:

গত মঙ্গলবারই বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আর এই মন্তব্যেয পর কার্যত রাগে ফুসছে পাকিস্তান। এমনকি ভারতের বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

গত মঙ্গলবার বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, “২০২৩ এশিয়া কাপ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানে যেতে পারব না, তারাও এখানে আসতে পারবে না। এমন কী অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হতো।”

আর এরপরই পাল্টা দেন রামিজ রাজা। ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহের এই মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি লাইভ শো-তে পিসিবি চেয়ারম্যানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যাবে। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রীতিমতো বিরক্তি দেখিয়েছেন রামিজ রাজা। তিনি বলেন, এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয়। বরং ইতিবাচক থাকা উচিত। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে এখনও যাইনি। কেন আপনি এতটা নেতিবাচক কথা বলছেন? ভারতের মর্জি অনুযায়ী সব কিছু হতে পারে না। পাকিস্তানেরও একটা মর্যাদা আছে।”

এখানেই না থেমে বিসিসিআই সচিব জয় শাহ-এর এই মন্তব্যের পর একটি প্রেস রিলিজ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই রিলিজে বলা হয়েছে, এসিসি-র বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও আলোচনা না করেই জয় শাহ এমন মন্তব্য করেছেন। এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হলে ২০২৩ আইসিসি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান এবং ২০২৪-৩১ সালের মধ্যে ভারতের মধ্যে হওয়া অন্য কোনও আইসিসি ইভেন্ট থেকেও নিজেদের সরিয়ে নিতে পারে তারা।

আরও পড়ুন:ফের সৌরভের হয়ে ব‍্যাট ধরলেন মুখ‍্যমন্ত্রী, ‘কেন মহারাজকে আইসিসিতে পাঠানো হলো না?’ প্রশ্ন মমতার

 

spot_img

Related articles

ত্রিপুরায় খেলা শুরু স্মার্ট মিটারের! এক মাসে বিল বাড়ল ৬১ হাজার টাকা

বিদ্যুতের বিলের জন্য স্মার্ট মিটার (smart meter) বসানোর কেন্দ্রের ফতোয়া মানেনি বাংলার সরকার। পরীক্ষামূলকভাবে যে স্মার্ট মিটারগুলি বসেছিল...

রেকর্ড দামে গোয়ার জয় গুপ্তা ইস্টবেঙ্গলে

জোর কদমে দল গুছিয়ে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। আক্রমণ ভাগ মোটামুটি গুছিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার রেকর্ড দামে এফসি...

একুশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চ তৈরির আগে ধর্মতলায় খুঁটিপুজো তৃণমূলের

আর মাত্র কয়েক দিন বাকি। আগামী সোমবার, ২১ জুলাই, কলকাতার রাজপথ ভরে উঠবে লক্ষ লক্ষ মানুষের পায়ে। ঐতিহাসিক...

ডার্বির আগে পাঠচক্রের কাছে হার ইস্টবেঙ্গলের

আগামী ১৯ জুলাই সিএফএল প্রিমিয়ার লিগে মরসুমের প্রথম ডার্বি। কিন্তু তার আগেই পাঠচক্রের কাছে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল...