নাশকতার ছক? বারাকপুরে STF-এর অভিযান, উদ্ধার ১০০ কেজি বিস্ফোরক তৈরির মশলা

বাংলায় কি নাশকতার ছক কষছে আততায়ীরা? বুধবার বারাকপুরের(Barrackpore) কেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল বিস্ফোরক(Explosive) তৈরীর ১০০ কেজি মশলা। কলকাতা পুলিশের এসটিএফ-এর(STF) এই অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। কোথা থেকে এই বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা তাদের কাছে এলো এবং কোথায় তা পাচারের ছক কষা হচ্ছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্য এসটিএফ সূত্রের খবর, ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট উদ্ধার হয়েছে। যা বিস্ফোরক তৈরির জন্য ব্যবহার করা হয়। হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যে তিনজন গ্রেফতার হয়েছে তারা হলেন, কাকিনাড়ার বাসিন্দা নরেশ চৌধুরী, ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায় এবং জগদ্দলের বাসিন্দা শংকর পাল। কোথা থেকে এল এত মশলা, কোন উদ্দেশে এত বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে।  এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাও জানার চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গায় থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। বারাকপুর সংলগ্ন এলাকা ভাটপাড়া থেকে অশান্তি ও বিস্ফোরণের খবর মেলে। এই পরিস্থিতির মাঝে কেউটিয়া অঞ্চল থেকে এভাবে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।