Tuesday, November 25, 2025

ঘুর পথে বাংলা ভাগের ষড়যন্ত্র: বাংলা-বিহারের অংশ নিয়ে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল!

Date:

Share post:

বাংলাকে ভাঙার নানা ষড়যন্ত্র করেছে বিজেপি (BJP)। কিন্তু বাংলার একতার কাছে হার মেনে এখন কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে বাংলা ভাগের নয়া ফন্দি আঁটছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)! সূত্রে খবর, বাংলা ও বিহারের মোট ১২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল তৈরি করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।

কিছুদিন আগেই বাংলা ও বিহারের বেশ কিছু অঞ্চল পরিদর্শন করেন অমিত শাহ। গিয়েছিলেন বিহারে কিষাণগঞ্জ ও বাংলার জলপাইগুড়ির বেশ কিছু জায়গায়। এরপরেই এই বিষয়ে পদক্ষেপ করতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বাংলার ৮০টি ও বিহারের ৪০টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বারবারই বিজেপি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা নেতারা বাংলা ভাগের দাবি তোলেন। কখনও উত্তরবঙ্গ আবার কখনও পশ্চিমাঞ্চলকে ভাগ করে দেওয়ার ফিকির তোলেন তাঁরা। কিন্তু বাংলায় একতা ও সম্প্রীতির বাতাবরণ। ফলে এইভাবে রাজ্যকে ভাগ করার প্রস্তাবের জেরে এরাজ্যে গেরুয়া শিবিরই একঘরে। অভিযোগ, এবার কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করেই নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে বিজেপি। যেখানে বাংলার তৃমমূলের সরকারের উন্নয়নমূলক কাজের ছোঁয়া পৌঁছচ্ছে রাজ্যের কোণায় কোণায়- সেখানে হঠাই এই সিদ্ধান্ত কেন? বিহারও সম্প্রতি হাত ছাড়া হয়েছে পদ্মশিবিরের। তাদের হঠিয়ে RJD-র সঙ্গে গাঁটছড়া বেধেছে নীতিশের JDU। এই কারণে এই দুটি রাজ্যকে দুর্বল করতেই এই চাল চালতে চাইছেন শাহ! ২০২৪-এর লোকসভা নির্বাচনের বাংলা ও বিহারে যে তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তা বুঝতে পেরেছে পদ্মশিবির। সেই কারণেই এই দুটো রাজ্যের অংশ নিয়েই এই কেন্দ্রীয়শাসিত অঞ্চল করার ষড়যন্ত্র বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

spot_img

Related articles

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...

হতশ্রী বোলিং, গুয়াহাটিতে লজ্জার হারের আতঙ্কে কাঁপছে টিম ইন্ডিয়া

ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)।...