Thursday, November 6, 2025

বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা! ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ নয়াদিল্লির

Date:

Share post:

ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন (Ukraine) ছাড়ার নির্দেশ দিল কিয়েভের (Kyiv) ভারতীয় দূতাবাস (Indian Embassy)। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে, এমনটাই মনে করছে নয়াদিল্লি (New Delhi)। আর সেকারণেই ভারতীয়দের ইউক্রেন যেতে নিষেধ করল কেন্দ্র। এমনকি ভারতীয় নাগরিক, যাঁরা বর্তমানে ইউক্রেনে রয়েছেন তাঁদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতে বিদেশমন্ত্রকের (Ministry of Forgein Affairs) তরফে এক সতর্কবার্তা (Warning) জারি করা হয়েছে। সেখানেই পড়ুয়া সহ সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। এদিকে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইউক্রেনের চারটি অঞ্চলে মার্শাল ল জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। মার্শাল ল জারি করার ফলে ওই চারটি অঞ্চলের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার, এমনকি বাক স্বাধীনতাও খর্ব করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলেই ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে বলে মনে করছে নয়াদিল্লি। সেজন্যই বুধবার রাতে বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেলে বিবৃতি দিয়ে ভারতীয়দের ইউক্রেন যাওয়ায় বিরত থাকতে এবং সেখানে অবস্থানরত এদেশের নাগরিকদের অবিলম্বে চলে আসার কথা বলা হয়েছে। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফেও এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগেও একটি সতর্কবার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়, ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া বর্তমানে কেউ ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখারও অনুরোধ করা হচ্ছে। যাতে যেকোনও প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছনো যায়। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে অন্তত ২০ হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নয়াদিল্লি। তবে এখনও সে দেশে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন বলে খবর।

তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের চারটি অঞ্চলে ইতিমধ্যে জারি হয়েছে সামরিক শাসন (Military Rule)। যার ফলে এলাকাগুলি রুশ সেনার অধীনে চলে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যার ফলে ডনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনে বসবাসকারী বাসিন্দাদের স্বাধীনতা খর্ব হওয়ার পাশাপাশি যাতায়াত থেকে বাক স্বাধীনতা সমস্ত ক্ষেত্রই নিয়ন্ত্রিত হতে পারে বলে খবর। আর এরকম কিছু হলে বিগত আট মাস ধরে চলা দুই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা যে আরও বাড়বে সে বিষয়ে সন্দেহ নেই। আর সেজন্যই ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে আশঙ্কা করে নয়াদিল্লি তড়িঘড়ি ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আবেদন জানাল।

spot_img

Related articles

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...