খায়রুল আলম, ঢাকা
বাংলাদেশ সরকারের জরুরি পরিষেবা ৯৯৯। এই নম্বরে ফোন করলে মেলে সরকারি জরুরি পরিষেবা। ইতিমধ্যেই এই পরিষেবা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে পড়শি দেশের বহু মানুষ এই পরিষেবার সাহায্য নেন। কিন্তু সম্প্রতি এই পরিষেবা সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী বরিশাল। চুরি করতে গিয়ে ধরা পড়ে প্রাণহানির আশঙ্কায় ৯৯৯ নম্বরে ফোন করে নিজেই চাইলেন পুলিশি সহায়তা। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারও করে। কিন্তু বর্তমানে তাঁর জায়গা হয়েছে জেল হেফাজতেই।


















