Tuesday, November 4, 2025

করুণাময়ীতে (Karunamoyee) চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ (demonstration) সরিয়ে দেওয়ার পর আজ শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি বামেদের (Left Front)। এর মাঝেই হাওয়া গরম করতে ময়দানে নেমেছে বিজেপি (BJP)। কার্যত বাম বিজেপির যৌথ চক্রান্তে চাকরিপ্রার্থীদের হাতিয়ার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে এই দুই দল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাকে (Esplanade) অবরুদ্ধ করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টির (BJP) নেতৃত্বরা। পুলিশ পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করতে শুরু করেন রাজ্য বিজেপির নেতা কর্মীরা। এরপর পুলিশ বিজেপির কর্মী সমর্থকদের উঠে যেতে অনুরোধ করলেও, তাঁরা সে কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে রাস্তায় বসে পড়েন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। হয় চাকরি দিন, নয় মুখ্যমন্ত্রী (CM) পদত্যাগ করুন এই দাবি তুলে বিজেপি (BJP) নেতৃত্ব খবরের শিরোনামে আসার চেষ্টা করতে থাকেন। ধর্মতলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলা হয় বিজেপির তরফ থেকে। ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।পাশাপাশি রাজ্যের শিক্ষা সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তিনি।

অন্যদিকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কংগ্রেসও (Congress)। বামেদের প্রতিবাদ মিছিল আর বিজেপির বিক্ষোভের পরে এবার পথে নামল কংগ্রেসও। খবরের শিরোনামে এসে পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করার চেষ্টায় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে মেয়ো রোডের উদ্দেশ্যে মিছিল শুরু করেছে কংগ্রেস।

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version