Wednesday, December 17, 2025

নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বি নিয়ে ভাবনা শুরু লাল-হলুদ কোচের

Date:

Share post:

বৃহস্পতিবার মরশুমে প্রথম জয় পায় ইস্টবেঙ্গল এফসি। নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চলতি আইএসএল-এ জয়ের মুখ দেখল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আর এই জয়ের পরই উচ্ছসিত লাল-হলুদ কোচ। ডার্বির আগে এই জয় দলের মনবল বাড়াবে বলে মনে করছেন স্টিফেন।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” জিতলে ভাল অনুভূতি হয়ই। নর্থইস্টের বিরুদ্ধে আমরা টানা অনেকক্ষণ ভাল খেলেছি। সমর্থকদের এটাই বলব, ধীরে হলেও ক্রমশ ভাল ফর্মের দিকে যাচ্ছি আমরা। ডার্বির মতো ম্যাচে যে কোনও ফল হতে পারে। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি আত্মবিশ্বাস নিয়ে। ডার্বির আগে এই জয়টা দরকার ছিল।”

অবশেষে লিগের তৃতীয় ম্যাচে জয়। তাও আবার ৩-১ গোলে। এই নিয়ে স্টিফেন বলেন, “প্রথম দুই ম্যাচে হার নিয়ে অনেক কথা হয়েছে। দলে সঠিক ভারসাম্য আনার জন্য দলে কতগুলো পরিবর্তন করা হয়। কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচে এবং এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমরা খারাপ খেলিনি। দলের ছেলেদের পারফরম্যান্সের জন্য আমি গর্বিত। প্রথম দুটো ম্যাচও আমরা জিততে পারতাম। জিততে পারিনি সেটা ভাগ‍্য। কিন্তু নর্থইস্টের বিরুদ্ধে যথেষ্ট দাপট নিয়ে জিতেছি। এবার পরের ম্যাচের জন্য অপেক্ষা। আমরা ডার্বি নিয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হবে। পরের ম‍্যাচ ডার্বি। তাই ডার্বির ফোকাস আমাদের।”

নর্থইস্টের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। প্রতি ম‍্যাচে একই সমস্যা। এই নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন,” এটা নিছকই একটা দুর্ঘটনা, যা আমাদের দোষে হয়েছে । ম্যাচের শেষ দিকে যখন কিছুটা অসাবধান হয় ছেলেরা তখনই গোল খেয়ে ফেলি আমরা। শেষ দিকে ক্লান্ত হয়ে মনসংযোগেও প্রভাব ফেলে। ফলে এক গোল খাই। তবে যাই হোক, ম‍্যাচে জয় এসেছে। এবার আমাদের ডার্বি নিয়ে ভাবা শুরু।”

আরও পড়ুন:রবিবার ভারত-পাক মহারণ, প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

 

 

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...