Saturday, December 20, 2025

কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কালীপুজোর দিন কী কী ভোগ হয় জানেন ?

Date:

Share post:

কালীপুজো নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । আলোর মালায় সেজে উঠছে শহর । মায়ের আরাধনায় রাজ্যের বিভিন্ন কালীমন্দিরগুলিতে প্রস্তুতি শেষ পর্যায়ে । পুজোর দিন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে । মায়ের পুজো থেকে শুরু করে মায়ের ভোগ সবেতেই থাকে বিশেষত্ব । বিশেষ করে কালীপুজোর সময় মায়ের যে ভোগ হয়, তা অন্যান্য পুজোর থেকে বেশ কিছুটা আলাদা ।

জেনে নিন কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ কোথায় কী ভোগ দেওয়া হয় মাকে –

কালীঘাট- সতীর একান্নপীঠের অন্যতম এই কালীঘাট । এখানে মায়ের ভোগে থাকে আমিষ পদ । সকালে মাকে নিবেদন করা হয় ঘিয়ের পোলাও । সেইসঙ্গে থাকে বেগুনভাজা, পটলভাজা, কপি ভাজা, আলু ও কাঁচকলা ভাজা,শাকভাজা,শুক্তো,ঘি ডাল, মাছের কালিয়া, পাঁঠার মাংস ও চালের পায়েস । রাতে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় । সেখানে থাকে লুচি, বেগুনভাজা, আলু ভাজা, দুধ, ছানার সন্দেশ আর রাজভোগ ।

দক্ষিণেশ্বর- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয় । ঠাকুর রামকৃষ্ণ দেবের দেখানো পথেই পুজো হয়ে আসছে এখানে । মায়ের ভোগে থাকে সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচরকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি । সেইসঙ্গে দেওয়া হয় ডাবের জল ।

তারাপীঠ – তারাপীঠ একান্ন পীঠের অন্যতম । এখানে মা তারার ভোগে থাকে আমিষ পদ । মাকে স্নান করিয়ে বেনারসি ও গয়না পরানো হয় । দুবেলা অন্নভোগ দেওয়া হয় এদিন। সকালে মাকে নিবেদন করা হয় খিচুরি, পোলাও, পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, বলির মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টি । সন্ধ্যাবেলায় লুচি ও মিষ্টি দেওয়া হয় মা কালীকে ।

কোথাও আবার নিরামিষ ভোগও দেওয়া হয় মা কালীকে । এদিন, বাঙালিদের ঘরে লক্ষ্মীপুজো করা হয় । মা লক্ষ্মীকে কোথাও নিরামিষ খিচুড়ি, তরকারি কিংবা আমিষ মাছের পদও নিবেদন করা হয় ।

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...