Tuesday, August 26, 2025

ঘরের আগুন সামলাতে পারছে না গেরুয়া শিবির(BJP)। এবার আগুন লাগলো শুভেন্দুগড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে(Nandigram)। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, গণ ইস্তফা দিলেন একাধিক নেতা। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘুম ছুটেছে নন্দীগ্রাম বিজেপির শীর্ষ নেতৃত্বে। ইস্তফা দেওয়া নেতৃত্বের তালিকায় রয়েছেন বহু সংখ্যক মন্ডল সম্পাদক ও ব্লকের সহ-সভাপতি।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, ২০২১-এর নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির ওপর হামলা চালিয়েছে ও একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে নির্বাচনের ছ মাস আগে তাদেরকে দলে নিয়ে জেলার একের পর এক দায়িত্বে আনা হয়েছে। অথচ এরাই বিজেপি কর্মীদের বেছে বেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এইসব দলবদলুদের বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিবাদী এই ইস্তফা বলে জানা গিয়েছে। ওই অঞ্চলের ব্লক সহ-সভাপতি দায়িত্বে থাকা জয়দেব বলেন, দল বদলু নেতাদের গুরুত্ব দিয়ে বিজেপির মূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে বারবার। শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে আমরা একযোগে ইস্তফা দিচ্ছি।

পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপি নেতারা এটাও স্পষ্ট করে দেন এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলে তারা যোগ দেবেন না। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তারা অপেক্ষা করবেন যদি কোনরকম ব্যবস্থা শীর্ষ নেতৃত্ব না নেয় সেক্ষেত্রে একত্রে বসে পরবর্তী চিন্তা ভাবনা করবেন।

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version