Monday, August 25, 2025

গ্রামে ঢুকে বৃদ্ধকে পিষে মারল হাতি! পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস বন দফতরের

Date:

বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে পিষে মারল হাতি (Elephant)। জলপাইগুড়ির (Jalpaiguri) বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউনিয়া পাড়ার ঘটনা। ইতিমধ্যে মৃ*তের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য (Financial Aid) ও পরিবারের এক সদস্যকে চাকরির আশ্বাস দেওয়া হয় বনদফতরের (Forest Department) তরফে। বৃদ্ধের দেহ ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে। দেউনিয়া পাড়ার বাসিন্দা নীলকান্ত ওঁরাও (৬৫)। শুক্রবার রাতে তিনি নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন। শনিবার ভোরের দিকে একটি দাঁতাল বাড়িতে ঢুকে পড়ে। তারপরই বৃদ্ধকে পিষে মারে হাতিটি। পরে সকাল হতেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান নীলকান্তবাবুর বাড়ি ভেঙে গিয়েছে। ভাঙা বাড়িতেই পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মী ও পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাই মণ্ডল ওঁরাও জানান, হাতিকেই বা দোষ দেব কী করে? জঙ্গলে পর্যাপ্ত খাবার কই? বাধ্য হয়ে হাতির দল খাবারের খোঁজে একাধিক গ্রামে হানা দিচ্ছে। তবে আমার দাদার মৃ*ত্যু অত্যন্ত নৃশংস। এদিকে গ্রামে হাতির হানা রুখতে সরকারি প্রহরার (Government Guard) দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷ তবে ফের রাতের অন্ধকারে গ্রামে হাতি হানা দিলে কী হবে, তা ভেবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, নিহত নীলকান্ত ওঁরাও- এর ভাইপো জানান, এই ঘরে জেঠু রাতে একাই থাকতেন। নিজের জমি পাহারা দিতেন। আচমকাই শুক্রবার রাত ২টো নাগাদ হাতি বেরিয়ে আসে। এক ঘণ্টা ধরে জমির অনেকটা ধান খেয়ে গ্রামের একাধিক জায়গায় তাণ্ডব শুরু করে। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে তছনছ অবস্থা। তখনই জেঠুকে দেখতে ছুটে আসি। দেখি, বাড়িটা হাতির দল তছনছ করে দিয়েছে ৷ জেঠুর শরীরে শুঁড়ের আঘাতের (Injuries) দাগ স্পষ্ট!

নদী-জঙ্গলে ঘেরা জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের দেওনিয়া পাড়া এলাকা। গ্রামের পাশ দিয়ে বইছে তিস্তার নদী। ওপারেই বৈকুন্ঠপুর জঙ্গল। বনদফতর সূত্রে খবর, গত দুদিন ধরে তিস্তা নদীর চরেই আশ্রয় নিয়েছে একদল হাতি। সেই দলেরই একটি হাতি দলছুট হয়ে দেউনিয়া পাড়ায় ঢুকে পড়ে। এরপরই গ্রামে তাণ্ডবলীলা শুরু করে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এদিকে বনদফতর সূত্রে খবর, শনিবার সন্ধের পরই হাতি তাড়ানোর কাজ শুরু হবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version