Tuesday, November 4, 2025

প্রতারণা মামলায় আগেই নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার সঙ্গে এবার যুক্ত হল আরো এক মারাত্মক অভিযোগ। শনিবার দিল্লির আদালতে (Delhi High court) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে জানানো হয়, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির তোলাবাজি মামলায় তদন্ত চলাকালীনই ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

উল্লেখ্য এই আর্থিক প্রতারণার মামলায় একাধিকবার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ঘটনায় নাম জড়ানোর পর থেকে কেরিয়ায়ের বেশ ক্ষতিও হয়েছে। যে কোনও উপায়ে এই মামলা থেকে মুক্ত হতে চাইছিলেন তিনি, এমনটাই খবর মিলেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে। দিল্লির আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। শনিবার সেই মামলার শুনানি চলছিল।

অভিনেত্রীর আইনজীবী জানান, ইডির তরফে মামলা সংক্রান্ত কোনও নথি পাঠানো হয়নি। পাল্টা ইডির তরফে অভিযোগ করা হয়, তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন জ্যাকলিন। পাশাপাশি তদন্তে অসহযোগিতার অভিযোগও করা হয় ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হতেই জ্যাকলিন ফার্নান্ডেজ দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু তাঁর নামে লুকআউট সার্কুলার জারি থাকায় তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারেননি। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version