Friday, August 22, 2025

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর

Date:

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার চাকদহ। শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন বলে অভিযোগ। পাশাপাশি অবরোধ করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার
স্থানীয় সূত্রের খবর, এদিন চাকদহে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও স্থানীয় বিজেপির বিধায়কেরা। এদিকে এদিন এখানে করুণাময়ীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের।
এই অবস্থান বিক্ষোভের মাঝে আটকে পড়ে বিজেপি নেতাদের গাড়ি। বিজেপির কর্মীরা দাবি তোলে, নেতা-সাংসদদের গাড়ি আগে ছেড়ে দিতে হবে। সেই নিয়ে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, সেই থেকে হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। অভিযোগ, এই বচসার মাঝেই ডিওয়াইএফআই-এর কর্মীরা বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।

ডিওয়াইএফআই-এর কর্মীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতেই দলীয় কর্মীরা বাম সমর্থকদের ওপর হামলা চালায় ।মারধর করা হয় তাদের। গোটা ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার সামাল দেয় পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আগেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version