Sunday, May 4, 2025

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর

Date:

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার চাকদহ। শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন বলে অভিযোগ। পাশাপাশি অবরোধ করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার
স্থানীয় সূত্রের খবর, এদিন চাকদহে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও স্থানীয় বিজেপির বিধায়কেরা। এদিকে এদিন এখানে করুণাময়ীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের।
এই অবস্থান বিক্ষোভের মাঝে আটকে পড়ে বিজেপি নেতাদের গাড়ি। বিজেপির কর্মীরা দাবি তোলে, নেতা-সাংসদদের গাড়ি আগে ছেড়ে দিতে হবে। সেই নিয়ে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, সেই থেকে হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। অভিযোগ, এই বচসার মাঝেই ডিওয়াইএফআই-এর কর্মীরা বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।

ডিওয়াইএফআই-এর কর্মীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতেই দলীয় কর্মীরা বাম সমর্থকদের ওপর হামলা চালায় ।মারধর করা হয় তাদের। গোটা ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার সামাল দেয় পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আগেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version