Monday, November 10, 2025

দেশজুড়ে আলোর রোশনাই (Festival of light)। অশুভকে বিনাশ করে শুভ শক্তির আরাধনায় ব্রতী প্রত্যেকে। দীপাবলির উৎসবে (Diwali festival) অংশ নিতে রবিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) অযোধ্যায় পৌঁছে গেলেন নমো (Narendra Modi)। সেখানে পৌঁছে প্রথমেই রাম মন্দিরে যান প্রধানমন্ত্রী (PM), আরতি করতেও দেখা যায় তাঁকে। এদিন মূলত নরেন্দ্র মোদি মন্দির শহর অযোধ্যায় (Ayodhya) রামের প্রতীকী রাজ্যাভিষেক করেন।

দীপাবলি ও মোদির অযোধ্যা সফর ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সফরে অযোধ্যা রামমন্দির তৈরির কাজ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন বলে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। রবিবার দীপাবলির প্রাক্কালে সরযূ নদীর তীরে বর্ণাঢ্য আরতির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। অযোধ্যার বিভাগীয় কমিশনার নবদীপ রিনওয়া বলেছেন, সরযূর তীরে রাম কি পকৌড়িতে এবার ২২ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের প্রায় ১৫ পক্ষ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়েও বাতির জায়গা রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন স্বেচ্ছাসেবকদের এক বর্গফুট এলাকায় ২৫৬টি বাতি জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য মিউজিক্যাল লেজার শো (Musical Laser Show) ও সরজু নজীর তীরে রাম কি পকৌড়িতে একটি থ্রিডি হলোগ্রাফিক প্রজেকশন ম্যাপ শো-এর (Holographic Projection Map Show) আয়োজন করা হয় যেখানে মূলত রামায়ণের গল্পকে তুলে ধরা হয়েছে। এবারের অনুষ্ঠানে পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলক্স ও ১১টি ট্যাবলক্সে বিভিন্ন রাজ্যের নৃত্যের ফর্ম দেখানোর ব্যবস্থা করা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অযোধ্যায় ঐতিহাসিক দীপোৎসবে অংশ নিয়ে নমো বলেন, “ভগবান রামচন্দ্রের পবিত্র জন্মস্থান থেকে আমি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালাম।” প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে রামের আদর্শ মেনে অনুপ্রাণিত হওয়ার কথা বলেন। রামচন্দ্রের সংকল্প শক্তি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও এদিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version