Wednesday, May 7, 2025

রেকর্ড গড়ে তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং

Date:

জল্পনার অবসান ঘটিয়ে ফের চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। রেকর্ড গড়ে শনিবারই দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ৫ বছর শুধু দেশের শীর্ষ পদে থাকবেন তিনি।

আরও পড়ুন:“শি জিনপিং-এর ভয়ে তটস্থ মোদি?” রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কড়া আক্রমণে ওয়েইসি

চিনা সংবিধান অনুযায়ী যিনি পার্টির সাধারণ সম্পাদক হন তিনিই হন দেশের সেনাবাহিনীর প্রধান। সেইমতো চিনের পিপলস লিবারেশন আর্মির মাথাতেও থাকবেন শি।

মাও জে দং-এর পর নিজেকে চিনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন শি জিনপিং। হলও তাই। ঐতিহাসিক রেকর্ড গড়ে চিনে নিজের তৃতীয় মেয়াদ নিশ্চিত করলেন ৬৯ বছর বয়সী এই নেতা।

এদিকে জিনপিং-এর জায়গা না বদলালেও পালটে গিয়েছে চিনা কমিউনিস্ট পার্টির একাধিক মুখ। জানা যাচ্ছে, একাধিক উচ্চপদস্থ নেতাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ২০০ জন অভিজ্ঞ সদস্যকে নিয়ে গঠিত হয়েছে নয়া সেন্ট্রাল কমিটি। তাঁরা সকলে মিলে রবিবার তৈরি করেছেন নতুনন স্ট্যান্ডিং কমিটি। শি জিনপিং-এর নেতৃত্বে এই নয়া স্ট্যান্ডিং কমিটি দেশের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, পুরনো স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়েছেন চারজন প্রবীণ নেতা। নিজের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোকেদেরই স্ট্যান্ডিং কমিটিতে বসিয়েছেন শি।

এদিন শি বলেছেন, “গত কয়েক দশক ধরে চিন দুটি কাজ সাফল্যের সঙ্গে করতে চেয়েছে। তা হল, দ্রুত আর্থিক উন্নয়ন এবং ইস্পাতদৃঢ় রাজনৈতিক স্থিতিশীলতা। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই চিনের লক্ষ্য।’ শি এদিন আরও বলেন, ‘আগামী দিনে গোটা বিশ্বকে প্রয়োজন চিনের। তেমন চিনকেও প্রয়োজন গোটা দুনিয়ার।’

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version