Saturday, August 23, 2025

রেকর্ড গড়ে তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং

Date:

জল্পনার অবসান ঘটিয়ে ফের চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। রেকর্ড গড়ে শনিবারই দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ৫ বছর শুধু দেশের শীর্ষ পদে থাকবেন তিনি।

আরও পড়ুন:“শি জিনপিং-এর ভয়ে তটস্থ মোদি?” রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কড়া আক্রমণে ওয়েইসি

চিনা সংবিধান অনুযায়ী যিনি পার্টির সাধারণ সম্পাদক হন তিনিই হন দেশের সেনাবাহিনীর প্রধান। সেইমতো চিনের পিপলস লিবারেশন আর্মির মাথাতেও থাকবেন শি।

মাও জে দং-এর পর নিজেকে চিনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন শি জিনপিং। হলও তাই। ঐতিহাসিক রেকর্ড গড়ে চিনে নিজের তৃতীয় মেয়াদ নিশ্চিত করলেন ৬৯ বছর বয়সী এই নেতা।

এদিকে জিনপিং-এর জায়গা না বদলালেও পালটে গিয়েছে চিনা কমিউনিস্ট পার্টির একাধিক মুখ। জানা যাচ্ছে, একাধিক উচ্চপদস্থ নেতাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ২০০ জন অভিজ্ঞ সদস্যকে নিয়ে গঠিত হয়েছে নয়া সেন্ট্রাল কমিটি। তাঁরা সকলে মিলে রবিবার তৈরি করেছেন নতুনন স্ট্যান্ডিং কমিটি। শি জিনপিং-এর নেতৃত্বে এই নয়া স্ট্যান্ডিং কমিটি দেশের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, পুরনো স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়েছেন চারজন প্রবীণ নেতা। নিজের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোকেদেরই স্ট্যান্ডিং কমিটিতে বসিয়েছেন শি।

এদিন শি বলেছেন, “গত কয়েক দশক ধরে চিন দুটি কাজ সাফল্যের সঙ্গে করতে চেয়েছে। তা হল, দ্রুত আর্থিক উন্নয়ন এবং ইস্পাতদৃঢ় রাজনৈতিক স্থিতিশীলতা। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই চিনের লক্ষ্য।’ শি এদিন আরও বলেন, ‘আগামী দিনে গোটা বিশ্বকে প্রয়োজন চিনের। তেমন চিনকেও প্রয়োজন গোটা দুনিয়ার।’

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version