Monday, November 10, 2025

বিজেপি শাসিত রাজ্যে রেশনকার্ডে যিশুর ছবি, চাঞ্চল্য কর্নাটকে

Date:

গণতান্ত্রিক ভারতবর্ষে রেশনকার্ডে যিশুর ছবি! এই ছবিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কর্নাটকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যিশুর ছবি-সহ রেশনকার্ডের ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিজেপির তরফে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। রাজ্যের একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে

যিশুর ছবি দেওয়া এই রেশন কার্ড পাওয়া গিয়েছে ডোডলাহালিতে। সেই রেশনকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিজেপি রাজ্য নেতৃত্ব বিষয়টি জানতে পারে। গেরুয়া দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। কর্নাটক রাজ্য বিজেপির মুখপাত্র এস প্রকাশ জানিয়েছেন, এটা অত্যন্ত জঘন্য ঘটনা। সরকারের দেওয়া রেশনকার্ডে কোনওভাবেই কোনও ধর্মীয় গুরুর ছবি ছাপা যায় না। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হোক। দল চায়, ঘটনায় জড়িত বা জড়িতদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। কর্নাটকের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও এই ঘটনার কড়া নিন্দা করেছে। তারাও দাবি করেছে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, কর্নাটক বিধানসভায় ধর্মান্তরকরণ বিরোধী বিল পাশ হয়েছে। বিলে বলা হয়েছে, লোভ দেখিয়ে, প্রভাব খাটিয়ে বা জোর করে কাউকে তার ধর্মবদল করা হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তাকে ১০ বছরের কারাবাসের সাজা দেওয়া হবে। এই মামলা পুরোপুরির জামিন অযোগ্য।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version