Wednesday, May 7, 2025

দীপাবলির প্রাক্কালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১ বৃদ্ধার

Date:

দীপাবলির আগেই রবিবার ভর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। হুগলির ভদ্রেশ্বরে আবাসনে আগুন লাগার ফলে নিজের ফ্ল্যাটেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাল এক বৃদ্ধা।ইতিমধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম শোভনা চক্রবর্তী। ৮০ বছর বয়সি ওই বৃদ্ধা ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনে তিন তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ হঠাৎই আবাসনের বাসিন্দা ও প্রতিবেশীরা লক্ষ্য করেন, তিনতলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগেছে বুঝতে পেরেই ছুটে যান সকলে। বালতি করে জল এনে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু নেভার বদলে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁরাই ওই ফ্ল্যাট থেকে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চাঁপদানি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উৎপল মণ্ডল। কীভাবে ওই বৃদ্ধার ফ্ল্যাটে আগুন লাগল তা এখনও জানা যায়নি। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভূত চতুর্দশীর রাতে বৃদ্ধা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ছিলেন। তার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সত্যিই প্রদীপের আগুন, নাকি শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে তা ফরেনসিক পরীক্ষার আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

Related articles

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...
Exit mobile version