Saturday, August 23, 2025

দীপান্বিতা কালীপুজোয় তারাপীঠে উপচে পড়া ভিড়, সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা

Date:

আজ দীপান্বিতা কালীপুজো। প্রতি বছরের মতো এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারাপীঠের মন্দিরে। নিত্যপুজোর পাশাপাশি শ্যামা রূপে মায়ের আরোধনা করা হবে। করোনা আবহে মন্দিরের দরজা বছর দুয়েক ভক্তবৃন্দদের জন্য বন্ধ থাকলেও এবারে সারারাত খোলা রাখা হবে তারা মায়ের মন্দির। ভক্তবৃন্দদের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে।

সোমবার সকাল থেকেই ভক্ত সমাগম শুরু হয়েছে তারা মায়ের মন্দিরে। পুজোর প্রচলিত রীতি অনুযায়ী, এদিন ভোরে মা তারাকে আর পাঁচটি দিনের মতো স্নান করানো হয়েছে। এরপর অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, সোনার অলংকার, ফুল, মালা আর শোলা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‌নাটোরের পুরোহিত ও সেবাইত শ্যামাপুজোর শুভক্ষণে পুজোয় বসবেন। পুজো শেষে মাকে আরতির পাশাপাশি ভোগ নিবেদনও করা হবে। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, ভাজা মিষ্টি ও পায়েস দেওয়া হবে।’‌

এদিন বিশেষ পুজো উপলক্ষে সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকময় করে তোলা হয়েছে শ্মশান চত্ত্বর। সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তুলবেন। শ্মশানের চারিদিকে সাধু সন্তরা ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞ করবেন। কালীপুজো উপলক্ষে বহু ভক্ত এদিন মানত করে বলি দিয়ে থাকেন মায়ের কাছে। এদিন মায়ের কাছে বিশেষ পুজো দিতে প্রচুর মানুষ আসেন তারা মায়ের কাছে। প্রত্যেকেই যাতে তাদের মনবাসনা মায়ের কাছে তুলে ধরে পারেন, সেজন্য সারা রাত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version