Monday, November 10, 2025

হাওয়ার দাপটে ভাঙল বৈশাখী বাজারের অ্যাসবেস্টসের ছাউনি! আহত ৬

Date:

Share post:

সোমবার সাতসকালে সল্টলেকের (Salt Lake) বৈশাখী বাজারে (Baisakhi Market) দুর্ঘটনা। এদিন মাছ বাজারের দোকানগুলির ওপর অ্যাসবেস্টসের ছাউনি (Asbestos canopies) ভেঙে আহত হলেন ৬ জন। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সিত্রাং (Sitrang)। সোমবার সকাল থেকেই তার প্রভাব প্রত্যক্ষ করছে কলকাতা সহ রাজ্যবাসী। শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার দাপটে সোমবার সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhan Nagar Subdivisional Hospital) নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার (Primary Treatment) পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বৈশাখী বাজারে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সকলেই বৈশাখী বাজারের মাছবিক্রেতা বলেই খবর। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার স্থানীয়দের কয়েকজন সেখানে বাজার করতে এসেছিলেন। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারের দোকানগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। দোকানগুলির পরিবর্তে তাঁদের বৈশাখী মলে দোকান দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে খবর, বৈশাখী বাজারে একটি মাছ বাজার রয়েছে। সেখানে প্রতিদিনের মতো দোকানে বসেছিলেন মাছ ব্যবসায়ীরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ঝড়ো হাওয়ার দাপটে মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি ভেঙে পড়ে। ছাউনির নিচে ছিলেন বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী। তাদের মধ্যে অনেকেই লাফিয়ে পালিয়ে গেলেও বেশ কয়েকজন চাপা পড়েন। তড়িঘড়ি তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এদিন দুর্ঘটনার ফলে কমপক্ষে ২০ থেকে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...