Cyclone Sitrang : বাংলাদেশে সন্ধ্যায় আঘাত হানবে সিত্রাং, ঝুঁকির মধ্যে উপকূলীয় এলাকা

খায়রুল আলম, ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং(Cyclone Sitrang) বাংলাদেশের(Bangladesh) উপকূলে আঘাত হানবে সোমবার সন্ধ্যার দিকে। ঝড়ের জেরে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে বরগুনা ও পটুয়াখালী। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকাসহ সারা দেশে রাত থেকেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়াবিদদের তরফে জানা যাচ্ছে, ‘সিত্রাং সিভিয়ার সাইক্লোন হিসেবে রুপ নিয়েছে। সন্ধ্যার মধ্যে উপকূলে আঘাত হানবে। কেন্দ্র আঘাত করবে ভোরে। এই ঝড় পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনো সম্ভাবনা নেই। ‘উপকূলীয় ১৩ জেলায় মারাত্মক ও ২ জেলায় হালকা আঘাত হানবে। তবে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এদিকে ‘উপকূলে ৭ হাজার ৩০ সেল্টার প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। এর আগে ঘূর্ণিঝড় আম্ফানে ২৪ লাখ লোককে সরানো হয়েছিল। এবার ২৫ লাখ সরানোর লক্ষ্য রাখা হয়েছে। ‘চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বেশি আঘাত হানবে সিত্রাং। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, সন্দ্বীপ বেশি ঝুঁকিপূর্ণ। সেখান থেকে মানুষ সরাতে কাজ চলছে।

Previous articleহাওয়ার দাপটে ভাঙল বৈশাখী বাজারের অ্যাসবেস্টসের ছাউনি! আহত ৬
Next articleরবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারা ম‍্যাচ জিতে কী বললেন বিরাট-হার্দিক?