Monday, August 25, 2025

জেনে নিন কালী পুজোর নির্ঘণ্ট ও মাহাত্ম্য

Date:

Share post:

রাত পোহালেই কালীপুজো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। কালী শ্যাম বর্ণের হওয়ায় একে শ্যামা পুজোও বলা হয়ে থাকে। অমাবস্যায় মাঝ রাতে কালীর আরাধনা করা হয়। উত্তর ভারতে কালী পুজোর দিনে লক্ষ্মী-গণেশ পুজো করা হয়ে থাকে। আবার পশ্চিমবঙ্গের বহু ঘরে এই তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়।

এবারের কালী পুজোর তারিখ ও সময় জেনে নিন-

কালী পুজোর তারিখ- ২৪ অক্টোবর ২০২২, সোমবার।

অমাবস্যা তিথি- ২৪ অক্টোবর, সন্ধ্যা ৪টা ৫৭ মিনিট ৬ সেকেন্ড থেকে ২৫ অক্টোবর দুপুর ৪টা ২৬ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত থাকবে।

অমৃত যোগ- সকাল ৭টা ২০ মিনিট রাত ৩টে ১৬ মিনিট পর্যন্ত।

দেবী কালীর পুজোর বিশেষ মন্ত্র

প্রার্থনা মন্ত্র

এষ ধুপঃ ওম ক্রী কাল্ল্যৈ নমঃ

প্রণাম মন্ত্র

ওম ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হৃীং হৃীং হৃীং স্বহা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।

কালীপুজোর মাহাত্ম্য

শক্তি সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী কালী। সংহারের অধিপতি শিব এবং সংহারের অধিষ্ঠাত্রী হলেন কালী। শুম্ভ-নিশুম্ভের বধের সময় তাঁর শরীর থেকে একটি রশ্মিপুঞ্জ নির্গত হয়, এর ফলে তাঁর রঙ কালো হয়ে যায়। তাই তাঁর নাম হয় কালী।

কেন করবেন কালীপুজো ?

কালীর পুজো করলে ভয় দূর হয়, আরোগ্য লাভ করা যায়। এর পাশাপাশি ব্যক্তি আত্মরক্ষা করতে পারে ও শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে পারে। কালীর উপাসনা করলে তন্ত্র-মন্ত্রের প্রভাব সমাপ্ত হয়। কালীর পুজো রাতেরবেলায় করা হয়। রাহু, কেতু ও শনির শান্তির জন্য কালী পুজোকে বিশেষ কার্যকরী মনে করা হয়।

মনে রাখবেন, কালীর পুজো দুধরনের হয় সাধারণ পুজো ও তন্ত্র পুজো। যে কোনও ব্যক্তি সাধারণ পদ্ধতিতে পুজো করতে পারে। কিন্তু গুরুর তত্বাবধান ছাড়া তন্ত্র পুজো করা যায় না। মাঝরাতে কালীর পুজো করা হয়। কালীর পুজোয় লাল ও কালো বস্তুর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শত্রু ও বিরোধীদের শান্ত করার জন্য কালীর পুজো করা হয়ে থাকে।

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...