নজর কাড়ছে দেশপ্রাণ স্মৃতি সংঘের কালীপুজো

শব্দবাজি নয় আলোর রোশনাইতে ভেসে যাক দীপাবলির রাত, এই লক্ষ্য নিয়েই পূজোর প্রস্তুতি শেষ পর্যায়ে এই পুজো মন্ডপে।

আজ কালীপুজো। ৬৫ তম বর্ষে পা দিল দেশপ্রাণ স্মৃতি সংঘের পুজো। পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম ,সাংসদ মালা রায়, বিধায়ক মদন মিত্র , বিধায়ক নির্মল মাজি ,পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায় , চেয়ারম্যান বোরো ৯ পৌরমাতা দেবলিনা বিশ্বাস , পৌরপিতা সন্দীপ রজ্ঞন বক্সী ও পৌরপিতা প্রবীর কুমার মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা ।

শব্দবাজি নয় আলোর রোশনাইতে ভেসে যাক দীপাবলির রাত, এই লক্ষ্য নিয়েই পূজোর প্রস্তুতি শেষ পর্যায়ে এই পুজো মন্ডপে।