কর্ণাটকে মঠের মধ্যেই আত্মহ*ত্যা লিঙ্গায়েত ধর্মগুরুর, উদ্ধার সুইসাইড নোট

দক্ষিণের কর্ণাটক(Karnataka) রাজ্যে মাঠের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল এক লিঙ্গায়েত(Lingayet) ধর্মগুরুকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে আত্মহ*ত্যা করেছেন ওই ধর্মগুরু। তাঁর ঘর থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর জেলার কাঞ্চুগাল বন্দেমাঠ এলাকায় অবস্থিত মঠটি। নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় বাসবলিঙ্গ স্বামীজী নামে ওই ধর্মগুরুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ধর্মগুরু। বাসবলিঙ্গ স্বামীজীর ঘর থেকে দু’পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রয়াত স্বামীজী গত ২৫ বছর ধরে রামনগরের ওই মঠের প্রধান সন্ন্যাসীর পদে ছিলেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে প্রয়াত ধর্মগুরু অভিযোগ করেছেন, মঠের বেশ কয়েকজন সতীর্থ তাঁকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র শুরু করছিল। যদিও ষড়যন্ত্রকারী কারা, কেন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়ে প্রয়াত লিঙ্গায়েত গুরু কিছু লিখিছেন কিনা সুইসাইড নোটে, সেই বিষয়ে মুখ খোলেনি পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।