Wednesday, August 27, 2025

বাগানে সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্ভাব্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে মহারাজ

Date:

মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানে আসলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মোহনবাগান তাঁবু। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়-এর হাতে মিষ্টির হাড়ি তুলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। বাগান তাঁবুতে এসে ফুটবল প্রশাসনে আসার কথা জানালেন মহারাজ। ক্লাব তাঁবুতে বসে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা করেন তিনি।

এদিন ক্লাব এসে নব সজ্জিত ক্লাব তাঁবু দেখে হতবাক সৌরভ। তিনি বলেন, “ক্লাব খুব সুন্দর সাজানো হয়েছে। অনেকদিন আসিনি, এসে ভাল লাগলো। নতুন লাইট লাগানো হয়েছে। দেবাশিস দত্ত, বাবুন বলেছেন মাঠ এখন আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আমি একদিন অনুশীলন দেখতে আসব।”

সামনেই ডার্বি। ২৯ তারিখ মাঠে  যাওয়ার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন,”যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে। এর আগে কোভিডের জন্য আইএসএল গোয়ায় হয়েছে, এবার হোম-অ্যাওয়েতে খেলা হচ্ছে।”

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় রিমুভ এটিকে নিয়ে। যদিও এই প্রশ্ন ঠেলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্তের দিকে। সৌরভ বলেন,” এই বিষয়টি দেখবেন দেবাশিষ দত্ত, এই নিয়ে আমি কিছু বলবেন না। ” তবে এটিকে মোহনবাগানের বোর্ডে যে আসতে চলেছেন তার ইঙ্গিত দেন সৌরভ নিজেই। মহারাজ বলেন,” যখন থেকে আইএসএল শুরু হয় আমি এটিকে-তে ছিলাম। এখন মার্জ হয়েছে মোহনবাগানের সঙ্গে। এবার ফের ফিরতে পেরে ভালো লাগছে।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন।বৈঠক শেষে ক্লাব সচিব জানিয়ে দেন আগামী সপ্তাহে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন মহারাজ।

আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version