Tuesday, May 13, 2025

বাগানে সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্ভাব্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে মহারাজ

Date:

মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানে আসলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মোহনবাগান তাঁবু। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়-এর হাতে মিষ্টির হাড়ি তুলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। বাগান তাঁবুতে এসে ফুটবল প্রশাসনে আসার কথা জানালেন মহারাজ। ক্লাব তাঁবুতে বসে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা করেন তিনি।

এদিন ক্লাব এসে নব সজ্জিত ক্লাব তাঁবু দেখে হতবাক সৌরভ। তিনি বলেন, “ক্লাব খুব সুন্দর সাজানো হয়েছে। অনেকদিন আসিনি, এসে ভাল লাগলো। নতুন লাইট লাগানো হয়েছে। দেবাশিস দত্ত, বাবুন বলেছেন মাঠ এখন আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আমি একদিন অনুশীলন দেখতে আসব।”

সামনেই ডার্বি। ২৯ তারিখ মাঠে  যাওয়ার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন,”যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে। এর আগে কোভিডের জন্য আইএসএল গোয়ায় হয়েছে, এবার হোম-অ্যাওয়েতে খেলা হচ্ছে।”

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় রিমুভ এটিকে নিয়ে। যদিও এই প্রশ্ন ঠেলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্তের দিকে। সৌরভ বলেন,” এই বিষয়টি দেখবেন দেবাশিষ দত্ত, এই নিয়ে আমি কিছু বলবেন না। ” তবে এটিকে মোহনবাগানের বোর্ডে যে আসতে চলেছেন তার ইঙ্গিত দেন সৌরভ নিজেই। মহারাজ বলেন,” যখন থেকে আইএসএল শুরু হয় আমি এটিকে-তে ছিলাম। এখন মার্জ হয়েছে মোহনবাগানের সঙ্গে। এবার ফের ফিরতে পেরে ভালো লাগছে।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন।বৈঠক শেষে ক্লাব সচিব জানিয়ে দেন আগামী সপ্তাহে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন মহারাজ।

আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

 

 

 

Related articles

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল।...

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam)...
Exit mobile version