Sunday, January 11, 2026

ভারতীয় নোটে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের ছবি, মোদিকে কৌশলি চিঠি কেজরিওয়ালের

Date:

Share post:

ভারতীয় নোটে (Indian Notes) এবার লক্ষ্মী (Lord Laxmi) ও গণেশ (Lord Ganesh) ঠাকুরের মুখ ছাপানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime inister Narendra Modi) কাছে এবার এমনই আর্জি জানালেন আম আদমি পার্টি সুপ্রিমো (AAP Supremo) তথা দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister of Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর দাবি, নতুন করে যে নোট ছাপানো হবে, সেখানে টাকার একপিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি (Mahata Gandhi)। আর অন্য পিঠে দেওয়া হোক লক্ষ্মী-গণেশের মুখ। ডলারের (Dollar) তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। কেজরিওয়াল মনে করেন, টাকায় দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে।

এ প্রসঙ্গে আজ, বুধবার কেজরিওয়াল বলেন, “আমরা দেশের উন্নতির জন্য অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” বিষয়টি নিয়ে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণও টানেন। কেজরিওয়ালের কথায়, “ইন্দোনেশিয়ার (Indonesia) মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে তাদের নোটের উপর গণেশের মুখ ফুটে ওঠে। তাহলে ভারতে কেন তা হবে না?”

তবে কেজরিওয়ালের এমন দাবির পর রাজনৈতিক মহল কিন্তু বিষয়টি সোজা-সরল ভাবে দেখছে না। তারা মনে করছে, বিজেপির অস্ত্র দিয়েই বিজেপিকে চাপে ফেলার কৌশল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি। সেখানে ভারতের মতো একটি দেশে সেক্যুলার রাজনীতিবিদ বলে পরিচিত কেজরিওয়াল হঠাৎ কেন নোটে হিন্দু দেবদেবীর ছবি ছাপানোর আর্জি জানাবেন! তাঁর এমন মন্তব্যের পিছনে রাজনৈতিক কৌশল নিশ্চয় রয়েছে। হিন্দুত্ব তাস খেলেই বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছেন কেজরিওয়াল।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...