Monday, August 25, 2025

ভারতীয় নোটে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের ছবি, মোদিকে কৌশলি চিঠি কেজরিওয়ালের

Date:

ভারতীয় নোটে (Indian Notes) এবার লক্ষ্মী (Lord Laxmi) ও গণেশ (Lord Ganesh) ঠাকুরের মুখ ছাপানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime inister Narendra Modi) কাছে এবার এমনই আর্জি জানালেন আম আদমি পার্টি সুপ্রিমো (AAP Supremo) তথা দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister of Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর দাবি, নতুন করে যে নোট ছাপানো হবে, সেখানে টাকার একপিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি (Mahata Gandhi)। আর অন্য পিঠে দেওয়া হোক লক্ষ্মী-গণেশের মুখ। ডলারের (Dollar) তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। কেজরিওয়াল মনে করেন, টাকায় দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে।

এ প্রসঙ্গে আজ, বুধবার কেজরিওয়াল বলেন, “আমরা দেশের উন্নতির জন্য অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক।” বিষয়টি নিয়ে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণও টানেন। কেজরিওয়ালের কথায়, “ইন্দোনেশিয়ার (Indonesia) মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে তাদের নোটের উপর গণেশের মুখ ফুটে ওঠে। তাহলে ভারতে কেন তা হবে না?”

তবে কেজরিওয়ালের এমন দাবির পর রাজনৈতিক মহল কিন্তু বিষয়টি সোজা-সরল ভাবে দেখছে না। তারা মনে করছে, বিজেপির অস্ত্র দিয়েই বিজেপিকে চাপে ফেলার কৌশল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি। সেখানে ভারতের মতো একটি দেশে সেক্যুলার রাজনীতিবিদ বলে পরিচিত কেজরিওয়াল হঠাৎ কেন নোটে হিন্দু দেবদেবীর ছবি ছাপানোর আর্জি জানাবেন! তাঁর এমন মন্তব্যের পিছনে রাজনৈতিক কৌশল নিশ্চয় রয়েছে। হিন্দুত্ব তাস খেলেই বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছেন কেজরিওয়াল।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version