Thursday, November 13, 2025

প্যারোলে মুক্তি পেতেই বিজেপি বিধায়কের সঙ্গে সাক্ষাৎ ,ইউটিউবে ভিডিয়ো প্রকাশ ধর্ষ*ণে অভিযুক্ত রাম রহিমের

Date:

Share post:

সদ্য প্যারোলে মুক্তি পেয়েছেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম। তারপরই ইউটিউবে নিজের মিউজিক ভিডিয়ো প্রকাশ করলেন তিনি। দীপাবলির রাতে মুক্তি পাওয়া সেই ভিডিয়ো এখন ইউটিউবের হিট লিস্টে। এক দিনে ৪২ লক্ষ ভিউ হয়েছে ভিডিয়োটির।শুধু তাই নয়, জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করছেন এই অপরাধী। যেখানে নিয়মিত যোগ দিচ্ছেন বিজেপি নেতারা।রবিবার বিজেপির এক বিধায়কও হাজির ছিলেন সেখানে।

আরও পড়ুন:বিজেপি সরকারের বদান্যতায় ফের জেলমুক্ত ধর্ষ*ণ ও খু*নে অভিযুক্ত গুরমিত রাম রহিম

২০১৭ সালে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত। তারপর থেকে জেলেই বন্দি। তবে গতও ৫ বছরে তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন ৫ বার। এবছরই এই নিয়ে ৩ বার জেল থেকে বেরিয়েছেন তিনি। কখনও পরিবারের সঙ্গে দেখা করবেন বলে, কখনও আবার নিজের আশ্রমে থাকবেন বলে এক মাসের কাছাকাছি ছুটি নিয়েছেন। জেল থেকে বেরনোর পর গেরুয়া শিবিরের দয়ায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও মেলে তাঁর। এ বারও দীপাবলির ঠিক আগেই প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম। এ বার বেরিয়েই প্রকাশ করলেন নিজের মিউজিক ভিডিয়ো।

এর আগে ছ’টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শেষেরটি হয়েছিল ২০১৪ সালে। নাম, হাইওয়ে লাভ চার্জার। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ৩০ লক্ষ কপি বিক্রি হয়েছিল অ্যালবামটির। সেই গুরমিতের মিউজিক ভিডিয়ো ইউটিউবে ফের জনপ্রিয়তা পেয়েছে। গুরমিত অবশ্য জানিয়েছেন, মিউজিক ভিডিয়ো হলেও, তাঁর নতুন গানটি আসলে ভজন, ঈশ্বরের নাম গান। স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম-ও জানাচ্ছে, তাঁর হাতে এখনও আরও ৮০০টি এমন ভজন তৈরি আছে। ভক্তরা সেই ভজনও শুনতে পাবেন। তবে তাদের ধৈর্য ধরতে হবে।

এদিকে প্যারোলে মুক্তি পাওয়া দোষী গুরমিতের এই সৎসঙ্গ ও মিউজিক ভিডিয়ো প্রকাশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেল থেকে ছুটি পাওয়া ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ‘বাবা’ উত্তরপ্রদেশে নিজের আশ্রমে রয়েছেন বলে দাবি কংগ্রেসের। এমনকি তাঁর অনলাইন সৎসঙ্গে হরিয়ানার বহু বিজেপি নেতা সেই শিবিরে নিয়মিত থাকছেন বলেও দাবি ।

প্রসঙ্গত, ২০০২ সালে দুই শিষ্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে গুরমিতের বিরুদ্ধে। সেই অপরাধেই ২০১৭ সালের ২৮ অগস্ট তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে এক সাংবাদিককে খুন করার অপরাধে ২০১৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাম রহিমকে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...